Wednesday, August 27, 2025

“শিবসেনার বিধায়করা অসমে নাকি!” জানেনই না মুখ্যমন্ত্রী হিমন্ত

Date:

রাজনৈতিক সঙ্কট চরম আকার নিয়েছে মহারাষ্ট্রে(Maharastra)। সরকার ফেলে দেওয়ার সম্ভাবনা তৈরি করে গুয়াহাটির(Guahati) হোটেলে আশ্রয় নিয়েছেন শিবসেনা(Shiv Sena) বিধায়ক একনাথ শিন্ডে সহ ৪০ জন। এই ঘটনায় মহারাষ্ট্র সহ গোটা দেশ উত্তাল। তবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা(Himant Biswa Sharma) জানালেন তিনি এবিষয়ে কিছুই জানেন না।

সম্প্রতি সংবাদমাধ্যমের তরফে এবিষয়ে অসমের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, “প্রচুর ভাল হোটেল রয়েছে অসমে। যে কেউ সেই হোটেলে এসে থাকতে পারেন। মহারাষ্ট্রের বিধয়করা এখানে এসেছেন কিনা, আমার জানা নেই। তবে অন্য রাজ্যের বিধায়করা অসমে এসে থাকতেই পারেন।” শুধু তাই নয় তিনি বলেন, “আমিতো দেশের সকল বিধায়কদের অসমে ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। চাইলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও ছুটির দিনে অসমে ঘুরে যান।” অর্থাৎ বলাই যায়, এই গোটা ঘটনার পিছনে যে বিজেপির হাত রয়েছে যা স্পষ্ট হয়ে গেলেও। বিজেপি যে সেফ সাইড গেম খেলছে তা মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট।

উল্লেখ্য, গুয়াহাটির র‍্যাডিসন ব্লু নামে এক বিলাসবহুল হোটেলে রয়েছেন বিদ্রোহী বিধায়করা। গত বুধবার সকালে এই হোটেলে চেক ইন করেন একনাথ শিণ্ডে-সহ অন্যান্য বিধায়করা। আনুমানিক ৫৬ লক্ষ টাকা দিয়ে ৭০টি ঘর বুক করা হয়েছে। এছাড়াও খাওয়া দাওয়া-সহ অন্য খরচের ফলে সব মিলিয়ে সাতদিনে প্রায় সওয়া এক কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, অসমের রাজ্য পরিবহণ দপ্তরের বাসে করেই বিধায়কদের বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে। তবে হোটেলের যাবতীয় খরচ কে মেটাবে, তা জানা যায়নি। এদিকে এদিন উদ্ধব ঠাকরের এক দূত সঞ্জয় ভোঁসলে শিন্ডেদের মাতশ্রী ভবনে(উদ্ধব ঠাকরের বাসভবন) ফিরে আসার অনুরোধ গুয়াহাটি গিয়েছেন। যদিও হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেফতার করেছে অসম পুলিশ।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version