Saturday, August 23, 2025

মাতশ্রীতে ফিরে আসুন: গুয়াহাটিতে ‘উদ্ধবের দূত’কে আটক করল পুলিশ

Date:

‘মাতশ্রীতে ফিরে আসুন বিক্ষুব্ধরা’। এই দাবিতে বিধায়কদের বোঝাতে মহারাষ্ট্রের সাতরা থেকে গুয়াহাটি গিয়েছিলেন শিবসেনার এক নেতা। শুক্রবার তাঁকে আটক করল অসম পুলিশ(Assam)। জানা গিয়েছে, মহারাষ্ট্রের(Maharastra) শিবসেনার(Shiv Sena) জেলা সহসভাপতির দায়িত্বে থাকা ওই নেতার নাম সঞ্জয় ভোঁসলে(Sanjay Bhosale)। পুলিশের দাবি, স্পর্শকাতর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার জন্য আটক করা হয়েছে তাঁকে।

মহারাষ্ট্রের জোট সরকারের অস্তিত্বের মূল চাবিকাঠি এখন অসমের গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলের অন্দরে। এখানেই বিক্ষুব্ধদের নেতা একনাথ শিন্ডের সঙ্গে বন্দি রয়েছেন মোট ৪০ জন বিধায়ক। ফলে ওই হোটেলের আশপাশের এলাকা কড়া নিরাপত্তায় মোড়া। এই জায়গাকে স্পর্শকাতর এলাকা বলে দাবি করে অসম পুলিশের তরফে আটক করা হল ওই শিবসেনা নেতাকে। জানা গিয়েছে, বিধায়কদের মাতশ্রীতে ফিরে আসার আবেদন জানিয়ে, বুকে একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে ওই হোটেলের চত্বরে ঘুরছিলেন তিনি। যার জেরেই তাঁকে আটক করা হয়। অসম পুলিশের তরফে জানানো হয়েছে, আইন অনুযায়ী ওই নেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে বর্তমানে অসম পুলিশের হেফাজতে থাকা ওই শিবসেনা নেতার দাবি, তিনি একনাথ শিন্ডেকে মাতশ্রীকে ফিরে আসার জন্য অনুরোধ জানাতে তিনি গুয়াহাটি এসেছিলেন। তাঁর বক্তব্য, শিবসেনা তার বিধায়কদের অনেককিছু দিয়েছে। তাঁদের উচিত মাতশ্রীতে ফিরে আসা। এদিকে সময় যত গড়াচ্ছে আশঙ্কার মেঘ তত বেড়ে উঠেছে মহারাষ্ট্রে। উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা একনাথ দাবি করেছেন তাঁর সমর্থনে রয়েছে ৫০ জন বিধায়ক। যাদের মধ্যে ৪০ জন শিবসেনার।


Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version