Monday, August 25, 2025

দীর্ঘ ৪ বছর ধরে নিজের অধিকারের জন্য লড়াই করেছেন ববিতা সরকার (Babita Sarkar)। শেষ হাসি তিনিই হাসলেন। যদিও শেষ নয় বরং নতুন শুরু, এমনটাই মনে করছেন ববিতা। মেধাতালিকায় ঠাঁই হওয়ার পরও ববিতা চাকরি করার সুযোগ পাননি। সেই জায়গায় প্রায় চার বছর ধরে শিক্ষকতা করেন অঙ্কিতা অধিকারী (Ankita Adhikari)। অবশেষে আদালত (Court) জানিয়েছে যে চাকরির প্রকৃত অধিকারী ববিতা সরকার। সেইমতো তাঁর নিয়োগ কি অঙ্কিতা অধিকারীর স্কুলেই? যদিও এই উত্তর এখনও স্পষ্ট নয়। তবে আদালতের ঘোষণার পরই মুখে হাসি, চোখে জল ববিতার।

শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) শুনানি চলাকালীন ববিতার প্রসঙ্গ তুলে জানতে চান, তাঁকে কেন এখনও নিয়োগ করা হল না? এসএসসি-র (SSC)আইনজীবী জানান, আদালতের নির্দেশ মতো বেআইনি নিয়োগের অভিযোগে অনেককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ববিতাকে এখনও চাকরি দেওয়া যায়নি। এর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তখন তাঁকে নিয়োগের সুপারিশ করা হবে। অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি অঙ্কিতার স্কুলেই চাকরি পাচ্ছেন ববিতা? হাইকোর্টের রায়ে বলা বয়েছে, অঙ্কিতার জায়গায় চাকরি দিতে হবে ববিতাকে। রায়ে স্কুলের নাম উল্লেখ করা না থাকলেও ববিতাকে যে কোচবিহারের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়েই (Indira Girls High School) নিয়োগ করা পারে, তা ধরে নেওয়া যায়। মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন অঙ্কিতা অধিকারী। এবার সেই স্কুলে তাঁর পদ পেতে পারেন ববিতা বলে মনে করা হচ্ছে। আদালত জানিয়েছে অঙ্কিতার বেতনের প্রথম কিস্তি অর্থাৎ প্রায় ৭ লক্ষ ৯৬ হাজার ৪৪২ টাকা এবং তার সঙ্গে ১০ দিনের সুদও ববিতা অধিকারীকে দিয়ে দিতে হবে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে জয় পেয়েছেন তিনি। অবশেষে নতুন শুরু!



Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version