Sunday, May 4, 2025

দীর্ঘ ৪ বছর ধরে নিজের অধিকারের জন্য লড়াই করেছেন ববিতা সরকার (Babita Sarkar)। শেষ হাসি তিনিই হাসলেন। যদিও শেষ নয় বরং নতুন শুরু, এমনটাই মনে করছেন ববিতা। মেধাতালিকায় ঠাঁই হওয়ার পরও ববিতা চাকরি করার সুযোগ পাননি। সেই জায়গায় প্রায় চার বছর ধরে শিক্ষকতা করেন অঙ্কিতা অধিকারী (Ankita Adhikari)। অবশেষে আদালত (Court) জানিয়েছে যে চাকরির প্রকৃত অধিকারী ববিতা সরকার। সেইমতো তাঁর নিয়োগ কি অঙ্কিতা অধিকারীর স্কুলেই? যদিও এই উত্তর এখনও স্পষ্ট নয়। তবে আদালতের ঘোষণার পরই মুখে হাসি, চোখে জল ববিতার।

শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) শুনানি চলাকালীন ববিতার প্রসঙ্গ তুলে জানতে চান, তাঁকে কেন এখনও নিয়োগ করা হল না? এসএসসি-র (SSC)আইনজীবী জানান, আদালতের নির্দেশ মতো বেআইনি নিয়োগের অভিযোগে অনেককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ববিতাকে এখনও চাকরি দেওয়া যায়নি। এর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তখন তাঁকে নিয়োগের সুপারিশ করা হবে। অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি অঙ্কিতার স্কুলেই চাকরি পাচ্ছেন ববিতা? হাইকোর্টের রায়ে বলা বয়েছে, অঙ্কিতার জায়গায় চাকরি দিতে হবে ববিতাকে। রায়ে স্কুলের নাম উল্লেখ করা না থাকলেও ববিতাকে যে কোচবিহারের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়েই (Indira Girls High School) নিয়োগ করা পারে, তা ধরে নেওয়া যায়। মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন অঙ্কিতা অধিকারী। এবার সেই স্কুলে তাঁর পদ পেতে পারেন ববিতা বলে মনে করা হচ্ছে। আদালত জানিয়েছে অঙ্কিতার বেতনের প্রথম কিস্তি অর্থাৎ প্রায় ৭ লক্ষ ৯৬ হাজার ৪৪২ টাকা এবং তার সঙ্গে ১০ দিনের সুদও ববিতা অধিকারীকে দিয়ে দিতে হবে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে জয় পেয়েছেন তিনি। অবশেষে নতুন শুরু!



Related articles

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...
Exit mobile version