Thursday, December 18, 2025

মহারাষ্ট্র সঙ্কট : শনিবার বৈঠকে বসছে শিবসেনা , পরিস্থিতি পর্যালোচনায় উদ্ধব ঠাকরে

Date:

Share post:

শেষ পর্যন্ত কী হতে চলেছে মহারাষ্ট্রে? মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট ও তার সমাধান নিয়ে দেশের রাজনৈতিক মহলে আলোচনা ও জল্পনা বেড়েই চলেছে । জানা গিয়েছে আজ শনিবার দুপুরের দিকে বৈঠকে বসতে চলেছে শিবসেনা। অ-বিজেপি জোট সরকারের ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা আছে। উদ্ধব ঠাকরে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করবেন। নিজের সিদ্ধান্তের কথাও সেখানেই জানাতে পারেন বলে মনে করা হচ্ছে।

মহারাষ্ট্রে এখন রাজনৈতিক উত্তাপ চরমে। যুযুধান দুই শিবির । এক দিকে শিবসেনার উদ্ধব ঠাকরের সমর্থকরা । অন্য দিকে একনাথ শিন্ডের নেতৃত্বে দলের বিদ্রোহী বিধাযকরা। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে হঠাৎই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে।

গোপন গোয়েন্দা রিপোর্টে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরে নাকি এমনই হুঁশিয়ারি এসেছে। আর সেই কারণেই মহারাষ্ট্র পুলিশের তরফে রাজ্য জুড়ে জারি করা হয়েছে হাই এলার্ট। যাতে এই রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। কোনও ভাবেই যেন রাজ্যে হিংসার বাতাবরণ তৈরি না হয়।

রাজ্য জুড়ে যাতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে সে ব্যাপারে স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহারাষ্ট্র পুলিশের তরফে জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যা থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়. নেতা-মন্ত্রীদের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। কয়েক জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে বিক্ষোভ -প্রতিবাদও। একনাথ শিন্ডের দিকে থাকা বিধায়কদের হোর্ডিং ছিড়ে ফেলা হয়েছে কোথাও কোথাও। কোথাও আবার বিদ্রোহী বিধায়কদের ছবিতে কালি মাখিয়েছেন উদ্ধবপন্থী শিব সেনা সমর্থকরা।

 

spot_img

Related articles

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...