Saturday, November 29, 2025

মহারাষ্ট্র সঙ্কট : শনিবার বৈঠকে বসছে শিবসেনা , পরিস্থিতি পর্যালোচনায় উদ্ধব ঠাকরে

Date:

Share post:

শেষ পর্যন্ত কী হতে চলেছে মহারাষ্ট্রে? মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট ও তার সমাধান নিয়ে দেশের রাজনৈতিক মহলে আলোচনা ও জল্পনা বেড়েই চলেছে । জানা গিয়েছে আজ শনিবার দুপুরের দিকে বৈঠকে বসতে চলেছে শিবসেনা। অ-বিজেপি জোট সরকারের ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা আছে। উদ্ধব ঠাকরে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করবেন। নিজের সিদ্ধান্তের কথাও সেখানেই জানাতে পারেন বলে মনে করা হচ্ছে।

মহারাষ্ট্রে এখন রাজনৈতিক উত্তাপ চরমে। যুযুধান দুই শিবির । এক দিকে শিবসেনার উদ্ধব ঠাকরের সমর্থকরা । অন্য দিকে একনাথ শিন্ডের নেতৃত্বে দলের বিদ্রোহী বিধাযকরা। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে হঠাৎই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে।

গোপন গোয়েন্দা রিপোর্টে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরে নাকি এমনই হুঁশিয়ারি এসেছে। আর সেই কারণেই মহারাষ্ট্র পুলিশের তরফে রাজ্য জুড়ে জারি করা হয়েছে হাই এলার্ট। যাতে এই রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। কোনও ভাবেই যেন রাজ্যে হিংসার বাতাবরণ তৈরি না হয়।

রাজ্য জুড়ে যাতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে সে ব্যাপারে স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহারাষ্ট্র পুলিশের তরফে জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যা থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়. নেতা-মন্ত্রীদের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। কয়েক জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে বিক্ষোভ -প্রতিবাদও। একনাথ শিন্ডের দিকে থাকা বিধায়কদের হোর্ডিং ছিড়ে ফেলা হয়েছে কোথাও কোথাও। কোথাও আবার বিদ্রোহী বিধায়কদের ছবিতে কালি মাখিয়েছেন উদ্ধবপন্থী শিব সেনা সমর্থকরা।

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...