Thursday, November 6, 2025

সোমবার স্কুল খুলছে, কোভিড বিধি মেনে চলতে কড়া নির্দেশ নবান্নর

Date:

গ্রীষ্মকালীন ছুটি শেষে সোমবার অর্থাৎ আগামিকাল স্কুল খুলছে । প্রতিটি স্কুলেই যাতে কোভিড বিধি মেনে চলা হয় সে ব্যাপারে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন । এ ব্যাপারে সমস্ত জেলার জেলাশাসকের কাছে স্কুলশিক্ষা দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা গিয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সরকারি অর্থ সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি গ্রীষ্মের ছুটি শেষে ২৭ জুন থেকে আবার খুলবে। সকল প্রকার কোভিড বিধি কঠোরভাবে মেনেই স্কুল খোলা হবে। যেহেতু সোমবার থেকে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে, তাই রবিবারের মধ্যেই স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছে নবান্ন।

নবান্নর তরফে প্রত্যেক জেলা শাসককে বিশেষ নির্দেশে বলা হয়েছে, প্রত্যেক জেলায় শিক্ষা বিষয়ে দেখভালের জন্য যে অতিরিক্তি জেলাশাসক রয়েছেন, তাঁদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হোক। তাঁরাই নিশ্চিত করবেন পড়ুয়ারা স্কুলে আসার আগে এবং ফিরে যাওয়ার পরে যাতে কোভিড বিধি মেনে স্কুল এবং শ্রেণিকক্ষ গুলিকে ভালোভাবে স্যানিটাইজ ও পরিচ্ছন্ন করা হচ্ছে কী না।

এদিকে সরকারের তরফে যেমন স্কুল স্যানিটাইজ করার দিকে নজর দেওয়া হচ্ছে । তেমনি পড়ুয়ারাও এতদিন পরে বৃষ্টিতে ভিজে স্কুল যেতে তৈরি । সকলেই ব্যাগ -টিফিন বক্স -ওয়াটার বোতলের পাশাপাশি ছাতা- রেইনকোট গুছিয়ে রাখছেন । যাতে ঝমঝম বৃষ্টিতেও কিছুতেই স্কুল যাওয়া বন্ধ না হয়। জুতো ভিজিয়ে কাদা মেখে স্কুল যাওয়ার মজাই আলাদা । শৈশবের এই আনন্দের মুহূর্ত স্কুলপড়ুয়ারা ছাড়া আর কারাইবা বুঝবে। তাই বহুদিন পর কাল থেকে আবার নতুন জীবনের পথে স্কুল পড়ুয়ারা।

 

Related articles

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...
Exit mobile version