Wednesday, May 7, 2025

ইচ্ছে থাকলে উপায় হয়। অদম্য জেদ আর হার না মানা মানসিকতার কাছে হার মানতে বাধ্য হয়েছে দুরারোগ্য কর্কট (Cancer) রোগও। ২২ বছরে ব্যবসা শুরু করে মাত্র দশ বছরের মধ্যেই ১০টি প্রাইভেট জেটের (Private Jet) মালিক তিনি! কনিকা টেকরিওয়াল (Kanika Tikrewal)।

এক আকাশ স্বপ্ন নিয়ে ‘প্রাইভেট জেট’ এর ব্যবসা শুরু করেছিলেন কনিকা (Kanika Tikrewal)। সাহসী মেয়েটি যখন স্বপ্নের আকাশে উড়ান দিয়ে ডানা মেলা শুরু করছিলেন, তখনই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন । কিন্তু থেমে থাকেননি। রোগের সঙ্গে লড়াই করতে করতেই ব্যবসায় উন্নতির চেষ্টা চালিয়ে যাওয়া।সবে ১০ বছর ব্যবসা করেছেন কনিকা। ইতিমধ্যেই ব্যবসা জমিয়ে ফেলেছেন। মাত্র ৩২ বছর বয়সে ১০টি প্রাইভেট জেটের মালিক তিনি!তিনি জেটসেট-গো (Jet set Go) সংস্থার প্রতিষ্ঠাতা। তিনি প্রাইভেট জেট এবং হেলিকপ্টার ভাড়া দেন। কনিকার সাফল্যের যাত্রা খুব একটা সহজ ছিল না। চেন্নাইয়ে বাড়ি হলেও পড়াশোনা পুরোটাই হোস্টেলে।পরে মুম্বইয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে স্নাতক হন তিনি। তারপর ডিপ্লোমা কোর্স করে এমবিএ(MBA)। কনিকার কথায়, ‘‘তখন আমি ছাত্রী। তিন বছর ধরে নিজের এই ব্যবসায়িক ভাবনায় শান দিয়েছি। বার বার ব্যবসার নকশা কষেছি। বার বার কেটেছি।’’ সম্ভ্রান্ত পরিবার কখনই চাইনি, বাড়ির মেয়ে প্রাইভেট জেটের ব্যবসা করুক। কিন্তু আজ কনিকা টেকরিওয়াল নামের পাশে সফল ব্যবসায়ী ট্যাগ জুড়ে গেছে। আর এটা হয়েছে নিজের ইচ্ছেশক্তির জোরে। যাঁরা ব্যবসা করার স্বপ্ন দেখেন কনিকা তাঁদের কাছে অনুপ্রেরণা বটে। ৩২ বছরের যুবতী বলছেন, লক্ষ্য যদি স্থির থাকে তাহলে মানুষ পথ হারায় না। এগিয়ে চলতে হবে, থামলে চলবে না।



Related articles

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোম মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...

আবেগতাড়িত বার্তায় টেস্টকে বিদায় রোহিত শর্মার

আইপিএলের মাঝেই বিরাট ঘোষণা রোহিত শর্মার(Rohit Sharma)। টেস্ট ফর্ম্যাট(Test Cricket) থেকে অবসরের ঘোষণা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত...

কথায় -কবিতায়-গানে মৌ রায়চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

৭ মে, ২০২৪ মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যু হয় টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর কো চেয়ারপারসন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গভর্নিং...
Exit mobile version