Thursday, August 21, 2025

মহারাষ্ট্রের মহাসঙ্কটের নেপথ্যে চুপিসারে কাজ করেছে বিজেপিই,শিবসেনার ১৫ বিদ্রোহী বিধায়ক পেল কেন্দ্রীয় নিরাপত্তা

Date:

মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েনে বিজেপির হাত নেই বলে যতই মুখে দাবি করুক না কেন, আদতে তা যে সত্যি নয়, তা আবারও প্রমাণ হল। সূত্রের খবর, শিণ্ডে শিবিরের ১৫ জন বিদ্রোহী বিধায়ককে ওয়াই প্লাস নিরাপত্তা দিচ্ছে মোদি সরকার। অর্থ্যাৎ এখান থেকেই পরিষ্কার মহারাষ্ট্রের মহাসঙ্কটের নেপথ্যেই রয়েছে গেরুয়া শিবির। এমনকী রাতারাতি শিবসেনার বিদ্রোহী বিধায়কদের মুম্বই থেকে নিরাপদে সকলের অজান্তে চুপিসারে গুজরাতে পৌঁছে দেওয়ার কাজ করেছেন বিজেপি বিধায়করাই।


আরও পড়ুন:উত্তরপ্রদেশে শিক্ষক নিয়োগে দুর্নীতি ফাঁস, ২৪৯৪ ভুয়ো শিক্ষকের হদিশ !


জানা গেছে, কেন্দ্রীয় নিরাপত্তার তালিকায় রয়েছেন বিদ্রোহী বিধায়ক রমেশ বোরনারে, মঙ্গেশ কুড়ালকর, সঞ্জয় শিরসত, লতাবাই সোনাওয়ানে, প্রকাশ সুর্ভে-সহ ১৫ জন বিধায়ক। তবে তালিকায় নাম নেই একনাথ শিন্ডের।


সূত্রের খবর, বিজেপি বিধায়ক রবিন্দর চবন এবং বিজেপি বিধায়ক সঞ্জয় কুটে প্রথম থেকেই মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েনের সময় থেকে যুক্ত ছিলেন। তাঁরা ২ জনই পরিকল্পনা করে একনাথ শিন্ডে সহ বিদ্রোহী বিধায়কদের প্রথমে মুম্বই থেকে গুজরাতের সুরাটের রিসর্টে নিয়ে গিয়েছিলেন। সেখানে যে রিসর্টে তাঁদের রাখা হয়েছিল  সেখানে শিবসেনার বিদ্রোহীদের কোনও রকম মোবাইল ব্যবহার করতে দেওয়া হয়নি এমনকী রিসর্টের বাইরেও তাঁদের যেতে দেওয়া হয়নি। সুরাট থেকে তাঁদের অসমে নিয়ে যেতেও সাহায্য করেছিলেন সেই বিধায়ক। এই দুই বিধায়কই ফড়নবীশের মন্ত্রিসভার সদস্য ছিলেন।


দিন কয়েক আগেই একনাথ শিন্ডে দাবি করেছিলেন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাঁকে সমর্থন জানিয়েছে। শিন্ডে প্রকাশ্যে বিজেপির নাম না করলেও তার ইঙ্গিত যে বিজেপির দিকেই ছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও দাবি করেছেন শিন্ডের এই বিদ্রোহের নেপথ্যে রয়েছে বিজেপি। সেকারণে বিদ্রোহীদের বারবার সতর্ক করে শিন্ডে বলেছেন যাতে তারা বিজেপির আদর যত্নে ভুলে না থাকেন কারণ প্রয়োজন মিটে গেলে তাঁদের ছুড়ে ফেলতে সময় নেবে না বিজেপি।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version