Monday, August 25, 2025

আগামী ৩০ জুন শুরু হচ্ছে অমরনাথ যাত্রা (amarnath yatra) । পূণ্যার্থীদের সুবিধার এবং নিরাপত্তার কথা মাথায় রেখে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। রবিবার এ কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । এদিন ছিল প্রধানমন্ত্রীর ৯০তম ‘মন কি বাত’ রেডিও বার্তা (90 th Mann ki Baat) । প্রধানমন্ত্রী এদিনের রেডিও বার্তায় বললেন, ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। জরুরি অবস্থার বর্ষপূর্তির আবহে সেদিনের সেই ঘটনাকে অন্ধকারাচ্ছন্ন বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন সে সময়ে দেশ স্বৈরতন্ত্রের জীবনে ফিরে গিয়েছিল। গণতন্ত্রের শ্বাসরুদ্ধ করা হয়েছিল। মোদি বলেন, ‘‘গণতন্ত্রকে পিষে দেওয়ার চেষ্টা হয়েছিল। দেশের মানুষ জরুরি অবস্থাকে দূরে সরিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। সেদিন গণতন্ত্রের কাছে স্বৈরতন্ত্র হেরেছিল। অতীতের সেই সব দিন ভোলা যায় না’’ । যদিও প্রধানমন্ত্রী এদিন জরুরি অবস্থার কথা তার ভাষণে তুলে ধরলেও কংগ্রেসের নাম করেননি।

শুধু জরুরি অবস্থার কথাই নয় প্রধানমন্ত্রী মহাকাশ গবেষণা ক্ষেত্র ও ক্রীড়া জগতে ভারত সুনামের সঙ্গে এগিয়ে চলেছে। সে কথাও বলতে ভোলেননি ক্রীড়াবিদ মিতালী রাজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি বলেছেন মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত প্রভুত উন্নতি সাধন করেছে । বিশ্বের দরবারে ভারতের স্থান শীর্ষস্তরে পৌঁছে গিয়েছে। সেই সঙ্গে ভারতের সম্মানকে বিশ্বের দরবারে গৌরবান্বিত করার জন্য সকল ক্রীড়াবিদকে আন্তরিক অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version