Monday, August 25, 2025

UN on Teesta Shitalvad: সমাজকর্মী তিস্তা শীতলবাদের গ্রেফতারে নিন্দা রাষ্ট্রসঙ্ঘের

Date:

গুজরাট (Gujrat) হিংসা নিয়ে দেশের সর্বোচ্চ আদালত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ক্লিনচিট দেওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) তোপের সমাজকর্মী (Social activist) তিস্তা শীতলবাদ (Teesta Shitalvad)। মোদির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সমাজকর্মীকে কাঠগড়ায় তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই গুজরাট (Gujarat) পুলিশের শাখা এটিএস (ATS) তিস্তা শীতলবাদকে (Teesta Shitalvad) তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায় গতকাল অর্থাৎ শনিবার। এবার তিস্তার গ্রেফতারির ঘটনার তীব্র নিন্দা করল রাষ্ট্রসংঘ (UN)।

উল্লেখ্য গত শুক্রবারই গুজরাট হিংসার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ তদন্তকারী দলের দেওয়া ক্লিনচিট এর রায় বজায় রেখেছিল শীর্ষ আদালত ( supreme court)। তিন বিচারতির ডিভিশন বেঞ্চ হিংসার ঘটনায় নিহত কংগ্রেসের প্রাক্তন সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির আর্জি খারিজ করে দেয়। মূলত সেই নির্দেশকে হাতিয়ার করে সমাজকর্মী তিস্তা শীতলবাদকে তীব্র আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।শাহের এই বক্তব্যের পর স্বরাজ্য থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসা ব্যক্তিকে তুষ্ট করতে ময়দানে নামে গুজরাট সরকার (Gujrat Government)। এরপরই তিস্তা শীতলবাদকে গ্রেফতার করতে উঠে পড়ে লাগে গুজরাট ATS। এই নিয়ে মুখ খুললেন রাষ্ট্রসঙ্ঘের এক আধিকারিক।

মেরি লওলর নামের ওই আধিকারিক বলেছেন, “ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর এক কণ্ঠস্বর তিস্তা। মানবাধিকার রক্ষা করা কোনও অপরাধ নয়।” শুধু তাই নয় কেন্দ্রের পদাধিকারী ব্যক্তিদের আক্রোশের ফলে এভাবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়েও উদ্বিগ্ন তিনি। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।



Related articles

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...
Exit mobile version