Friday, November 7, 2025

বর্ষার শুরুতেই ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ৮৯ লাখ কৃষকের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বড় সাফল্য এবার ‘কৃষকবন্ধু’ প্রকল্পে। বর্ষার শুরুতেই ৮৯ লাখ কৃষকের হাতে ১০ হাজার টাকা করে তুলে দিলেন মুখ্যমন্ত্রী।সোমবার বর্ধমানের সভা থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেন তিনি। এর পাশাপাশি কৃষকদের যাতে কিষাণ মান্ডিতে গিয়ে কোনও সমস্যা না হয় তার জন্য ওসি এবং বিডিও-কে বিশেষ নির্দেশ দিয়েছেন। বলেন, “অনেক কৃষক কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে যান। সেই সময় তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। যদি কেউ ফিরিয়ে দেন তাহলে আপনি বিডিও অফিসে যান, এফআইআর করুন। যাতে কোনও কৃষককে ধান নিয়ে ফিরে আসতে হয় সেটা দেখতে হবে। যে দায়িত্ব নেবেন না তাঁর ক্ষমতায় থাকার কোনও দরকার নেই। কৃষকদের বিক্রি করা জিনিসের ওজন যেন সঠিক থাকে।”

বর্ধমানে খারিফ মরসুমে নতুন কৃষকবন্ধু প্রকল্পে কৃষকদের সাহায্য প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখানে বোতাম টিপলাম আর ৮৯ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেল। ১০ হাজার টাকা করে কৃষকদের সাহায্য দেওয়া হচ্ছে। এই খরিফ মরসুমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হল।’’

আরও পড়ুন- মাটি উৎসবে বিজেপিকে তুলোধনা করলেন মমতা

কিষাণ মান্ডি নিয়ে নানা অভিযোগের প্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন। ‘‘এখানে সিএস আছেন, ডিএম (জেলাশাসক) আছেন, কোল্ড স্টোরেজের লোকেরা আছেন। অভিযোগ আসছে, কিষাণ মান্ডিতে ধান নিয়ে গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। ফিরিয়ে দিলে, সময় মতো কাজ না করলে, আপনারা বিডিও অফিসে যাবেন। থানায় গিয়ে এফআইআর করবেন।

মমতা আরও বলেন, ‘‘কৃষকরাই আমাদের সম্পদ। গত ১১ বছরে ৫৭ লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন বেড়েছে।’’ কৃষকবন্ধু প্রকল্প নিয়ে মমতা বলেন, ‘‘শুধু কথা বলা নয়, আমরা কাজটাও করি। কৃষকদের জন্য সিঙ্গুরে ২৬ দিন অনশন করেছি। বিজেপির কৃষক বিরোধী মনোভাব। ওদের বিরুদ্ধে কৃষক আন্দোলনে সর্বপ্রথম আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছি। আমাদের রাজ্যে কৃষকদের আয় তিন গুণ বেড়েছে। ফসলেরও ভাল দাম পাওয়া যায় এখানে।’’

এরই পাশাপাশি তিনি বলেন, ”স্বাস্থ্যসাথী কার্ড যারা নেবে না, পুলিশকে আমি বলছি এফআইআর করতে। সঙ্গে সঙ্গে হেলথ ডিপার্টমেন্টকে জানতে হবে।” এরপরই মুখ্যমন্ত্রীর সংযোজন, ”বিয়ের জন্য তাড়াহুড়ো করো না। মা’কে বলো এই সরকার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা আছে। কর্মসংস্থান মেলার মধ্যে দিয়ে শুধুমাত্র বর্ধমানের জন্য ৩০ হাজার চাকরি রেডি আছে। আমরা বিজেপির মতো নয়। বিজেপি বলছে চার বছর ট্রেনিং নিয়ে চার বছর চাকরি! তা দিয়ে সারাজীবন চলবে তো?

এমনকী রাজ্যে আবার একটু একটু করে বাড়ছে সংক্রমণ।তাই মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা, আপনারা মাস্ক পরুন।  করোনাবিধি মেনে চলুন। চাষিদের হয়রানি করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।বলেন, ২০২৪ এর ডিসেম্বরের মধ্যে সব গ্রামের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাবে।এদিন তিনি জানান, কালনা থেকে শান্তিপুরকে জুড়তে নতুন সেতু তৈরি হচ্ছে। এমনকী বর্ধমানে নতুন হেলিপ্যাড তৈরি হবে বলেও জানান। আশা ও আইসিডিএস-এর মেয়েদের ৮ হাজার টাকা দামের মোবাইল ফোন দেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...