Thursday, August 21, 2025

বর্ষার শুরুতেই ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ৮৯ লাখ কৃষকের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বড় সাফল্য এবার ‘কৃষকবন্ধু’ প্রকল্পে। বর্ষার শুরুতেই ৮৯ লাখ কৃষকের হাতে ১০ হাজার টাকা করে তুলে দিলেন মুখ্যমন্ত্রী।সোমবার বর্ধমানের সভা থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেন তিনি। এর পাশাপাশি কৃষকদের যাতে কিষাণ মান্ডিতে গিয়ে কোনও সমস্যা না হয় তার জন্য ওসি এবং বিডিও-কে বিশেষ নির্দেশ দিয়েছেন। বলেন, “অনেক কৃষক কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে যান। সেই সময় তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। যদি কেউ ফিরিয়ে দেন তাহলে আপনি বিডিও অফিসে যান, এফআইআর করুন। যাতে কোনও কৃষককে ধান নিয়ে ফিরে আসতে হয় সেটা দেখতে হবে। যে দায়িত্ব নেবেন না তাঁর ক্ষমতায় থাকার কোনও দরকার নেই। কৃষকদের বিক্রি করা জিনিসের ওজন যেন সঠিক থাকে।”

বর্ধমানে খারিফ মরসুমে নতুন কৃষকবন্ধু প্রকল্পে কৃষকদের সাহায্য প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখানে বোতাম টিপলাম আর ৮৯ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেল। ১০ হাজার টাকা করে কৃষকদের সাহায্য দেওয়া হচ্ছে। এই খরিফ মরসুমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হল।’’

আরও পড়ুন- মাটি উৎসবে বিজেপিকে তুলোধনা করলেন মমতা

কিষাণ মান্ডি নিয়ে নানা অভিযোগের প্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন। ‘‘এখানে সিএস আছেন, ডিএম (জেলাশাসক) আছেন, কোল্ড স্টোরেজের লোকেরা আছেন। অভিযোগ আসছে, কিষাণ মান্ডিতে ধান নিয়ে গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। ফিরিয়ে দিলে, সময় মতো কাজ না করলে, আপনারা বিডিও অফিসে যাবেন। থানায় গিয়ে এফআইআর করবেন।

মমতা আরও বলেন, ‘‘কৃষকরাই আমাদের সম্পদ। গত ১১ বছরে ৫৭ লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন বেড়েছে।’’ কৃষকবন্ধু প্রকল্প নিয়ে মমতা বলেন, ‘‘শুধু কথা বলা নয়, আমরা কাজটাও করি। কৃষকদের জন্য সিঙ্গুরে ২৬ দিন অনশন করেছি। বিজেপির কৃষক বিরোধী মনোভাব। ওদের বিরুদ্ধে কৃষক আন্দোলনে সর্বপ্রথম আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছি। আমাদের রাজ্যে কৃষকদের আয় তিন গুণ বেড়েছে। ফসলেরও ভাল দাম পাওয়া যায় এখানে।’’

এরই পাশাপাশি তিনি বলেন, ”স্বাস্থ্যসাথী কার্ড যারা নেবে না, পুলিশকে আমি বলছি এফআইআর করতে। সঙ্গে সঙ্গে হেলথ ডিপার্টমেন্টকে জানতে হবে।” এরপরই মুখ্যমন্ত্রীর সংযোজন, ”বিয়ের জন্য তাড়াহুড়ো করো না। মা’কে বলো এই সরকার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা আছে। কর্মসংস্থান মেলার মধ্যে দিয়ে শুধুমাত্র বর্ধমানের জন্য ৩০ হাজার চাকরি রেডি আছে। আমরা বিজেপির মতো নয়। বিজেপি বলছে চার বছর ট্রেনিং নিয়ে চার বছর চাকরি! তা দিয়ে সারাজীবন চলবে তো?

এমনকী রাজ্যে আবার একটু একটু করে বাড়ছে সংক্রমণ।তাই মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা, আপনারা মাস্ক পরুন।  করোনাবিধি মেনে চলুন। চাষিদের হয়রানি করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।বলেন, ২০২৪ এর ডিসেম্বরের মধ্যে সব গ্রামের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাবে।এদিন তিনি জানান, কালনা থেকে শান্তিপুরকে জুড়তে নতুন সেতু তৈরি হচ্ছে। এমনকী বর্ধমানে নতুন হেলিপ্যাড তৈরি হবে বলেও জানান। আশা ও আইসিডিএস-এর মেয়েদের ৮ হাজার টাকা দামের মোবাইল ফোন দেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...