Sunday, January 11, 2026

মহারাষ্ট্র মামলার ডেপুটি স্পিকারের জবাব তলব শীর্ষ আদালতের

Date:

Share post:

রাজনৈতিক সঙ্কট চরম আকার ধারণ করেছে আরব সাগরের তীরে। মহারাষ্ট্র মামলায় একনাথ শিন্ডে-সহ ১৬ জন শিবসেনা(Shivsena) বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগে নোটিশ পাঠিয়েছিলেন ডেপুটি স্পিকার(Deputi Speaker)। তারই পাল্টা মামলায় এদিন মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার নরহরি সীতারাম জিরওয়ালের জবাব চাইল সুপ্রিম কোর্ট(Supreme Court)। পাশাপাশি, ওই বিধায়দের বিরুদ্ধে আগামী ১১ জুলাই পর্যন্ত দলত্যাগ বিরোধী আইনে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে ডেপুটি স্পিকারকে জানিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জে বি পাড়িয়ালার বেঞ্চ। ওই দিনই মামলার পরবর্তী শুনানি।

মহারাষ্ট্রে বিক্ষুব্ধ বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে ডেপুটি স্পিকারের দ্বারস্থ হয়েছিলেন উদ্ধব ঠাকরে। তারই প্রেক্ষিতে একনাথ শিন্ডে-সহ ১৬ জন বিদ্রোহী শিবসেনা বিধায়ককে নোটিস পাঠিয়ে মঙ্গলবার বিকেলের মধ্যে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ সম্পর্কে আত্মপক্ষ সাফাইয়ের নির্দেশ দিয়েছিলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার (ভারপ্রাপ্ত স্পিকার) নরহরি সীতারাম জিরওয়াল। যার পাল্টা মামলায় এদিন শীর্ষ আদালত সেই আত্মপক্ষ সমর্থনের সময়সীমা আগামী ১২ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল। পাশাপাশি মহারাষ্ট্র সরকারকে বিদ্রোহী বিধায়কদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, এদিন সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে একনাথ শিন্ডে জানান মহারাষ্ট্র সরকারের উপর থেকে তাঁরা সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। তাঁর সঙ্গে আরও ৩৮ জন বিদ্রোহী বিধায়ক সঙ্গে রয়েছেন। ফলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে উদ্ধব সরকার। শিবসেনার পরিষদীয় নেতা হিসেবে এখন রয়েছেন অজয় চৌধুরী। এই সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করেন শিন্ডে ও তার সঙ্গীরা। বাদ যায়নি ১৬ বিধায়ককে ডেপুটি স্পিকারের নোটিসের প্রসঙ্গও। সেই মামলার শুনানিতেই এদিন ডেপুটি স্পিকারের কাছে জবাব তলব করল আদালত।


spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...