Friday, August 22, 2025

রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু সম্পর্কে বিতর্কিত মন্তব্য রামগোপাল বর্মার, এফআইআর দায়ের বিজেপির

Date:

বিতর্কিত মন্তব্য করে ফের বিপাকে চলচ্চিত্র নির্মাতা রামগোপাল বর্মা। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু সম্পর্কে রামগোপাল বর্মা ‘অপমানজনক’ মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। এমনকি তাঁর বিরুদ্ধে মামলা দায়েরও করেছে বিজেপি। শুক্রবার তেলাঙ্গানা বিজেপির তরফে এই অভিযোগ দায়ের করা হয়েছে। তেলাঙ্গানার প্রবীন বিজেপি নেতা জি নারায়ণ রেড্ডি চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ঝাড়খণ্ডের আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু লড়বেন বিরোধী শিবিরের মনোনীত প্রার্থী যশবন্ত সিনহার বিরুদ্ধে। এরপরই ২২ জুন রামগোপাল বর্মা টুইট করেন, ” যদি দ্রৌপদী রাষ্ট্রপতি হন, তবে পাণ্ডব কারা? এর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কৌরব কারা?” এই ট্যুইটটি ঘিরেই শুরু হয় বিতর্ক। দ্রৌপদী মুর্মু-কে ‘অপমান’-এর অভিযোগে রাম গোপালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে আবিদ রোড পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি নেতার সাফ কথা, “ওই ট্যুইটে পরিচালক তফসিলি-উপজাতি সম্প্রদায়কে অসম্মান করেছেন। যদি পাণ্ডব, কৌরব ও দ্রৌপদীর (Droupadi Murmu) নাম আলাদা ভাবে উল্লেখ করতেন, তাহলে সমস্যা ছিল না। কিন্তু এখানে দ্রৌপদীকে রাষ্ট্রপতি সম্বোধনও করেছেন পরিচালক। আমাদের মতো গেরুয়া শিবিরের কর্মীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।” গুডুর নারায়ণ রেড্ডি জানান, এই ঘটনায় রামগোপাল ভর্মার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই আশ্বস্ত করেছে পুলিশ।

আরও পড়ুন- মহারাষ্ট্রে কলকাঠি, নূপুরে ‘নীরব’ মোদি: বিজেপিকে তুলোধনা মমতার
প্রসঙ্গত, ওড়িশার আদিবাসী সম্প্রদায়ের নেত্রী দ্রৌপদী মুর্মু জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন৷

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version