Monday, May 5, 2025

আমেরিকা(America) সহ একাধিক দেশের বিরাগভাজন হলেও ভারত রাশিয়া(Russia) থেকে তেল কেনা জারি রাখবে। সোমবার জি-৭ এর মঞ্চ থেকে এবিষয়ে বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি জানিয়ে দিলেন, জ্বালানীর ব্যবহার ধনীদের একচেটিয়া নয়, দরিদ্রদেরও অধিকার। তবে বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। আর সে কথা মাথায় রেখেই জ্বালানীর ব্যবস্থা করা উচিত। যার অর্থ বিশ্ব মঞ্চে মোদি ঘুরিয়ে বার্তা দিয়ে দিলেন রাশিয়া থেকে ভারত কম দামে তেল কিনবেই।

জার্মানিতে আয়োজিত জি-à§­ মঞ্চে অতিথি দেশ হিসেবে উপস্থিত ছিল ভারত। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জ্বালানি ব্যবহার করে সুবিধা পাওয়ার অধিকার আছে সকলেরই। সেখানে ধনী-দরিদ্রের বিভেদ করা উচিত নয়। আশা করি আপনারা সকলেই আমার এই কথার সঙ্গে একমত হবেন।” এর পাশাপাশি তিনি বলেন, “এখন আন্তর্জাতিক পরিস্থিতি (Russia-Ukraine War) পালটে যাওয়ার ফলে জ্বালানির দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। সেই কথা মাথায় রাখতে হবে সকলকেই।” অর্থাৎ মোদি বুঝিয়ে দেন, দরিদ্র জনতাকে সুবিধা দিতে অর্থনৈতিক ভাবে দুর্বল দেশগুলি কম দামে তেল পেলে অবশ্যই তা কিনতে পারে।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বহু দেশ রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত থেকে পিছু হটলেও, বিশেষ ছাড়ে রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্তে অটল থাকে ভারত। ভারতের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় আমেরিকা সহ একাধিক দেশ। যদিও ভারত বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। এবার আন্তর্জাতিক মঞ্চেই মোদির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হল ভাগ্রত রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্তে অটল। উল্লেখ্য, সম্প্রতি ঋণের ভারে বিধ্বস্ত শ্রীলঙ্কাও কম দামে তেল কেনার জন্য রাশিয়ার দ্বারস্থ হয়েছে।


Related articles

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...

সন্ত্রাসীদের আশ্রয়দাতা! পালাতে গিয়ে নালায় ঝাঁপ দিয়ে মৃত্যু জঙ্গি মদতদাতার

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে...

Petrol Diesel price: একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

à§« মে (সোমবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকা à¦¦à¦¿à¦²à§à¦²à¦¿à¦¤à§‡ লিটার প্রতি...
Exit mobile version