Tuesday, November 4, 2025

রাশিয়া থেকে তেল কেনা জারি রাখবে ভারত: G-7 এর মঞ্চে বার্তা মোদির

Date:

আমেরিকা(America) সহ একাধিক দেশের বিরাগভাজন হলেও ভারত রাশিয়া(Russia) থেকে তেল কেনা জারি রাখবে। সোমবার জি-৭ এর মঞ্চ থেকে এবিষয়ে বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি জানিয়ে দিলেন, জ্বালানীর ব্যবহার ধনীদের একচেটিয়া নয়, দরিদ্রদেরও অধিকার। তবে বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। আর সে কথা মাথায় রেখেই জ্বালানীর ব্যবস্থা করা উচিত। যার অর্থ বিশ্ব মঞ্চে মোদি ঘুরিয়ে বার্তা দিয়ে দিলেন রাশিয়া থেকে ভারত কম দামে তেল কিনবেই।

জার্মানিতে আয়োজিত জি-৭ মঞ্চে অতিথি দেশ হিসেবে উপস্থিত ছিল ভারত। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জ্বালানি ব্যবহার করে সুবিধা পাওয়ার অধিকার আছে সকলেরই। সেখানে ধনী-দরিদ্রের বিভেদ করা উচিত নয়। আশা করি আপনারা সকলেই আমার এই কথার সঙ্গে একমত হবেন।” এর পাশাপাশি তিনি বলেন, “এখন আন্তর্জাতিক পরিস্থিতি (Russia-Ukraine War) পালটে যাওয়ার ফলে জ্বালানির দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। সেই কথা মাথায় রাখতে হবে সকলকেই।” অর্থাৎ মোদি বুঝিয়ে দেন, দরিদ্র জনতাকে সুবিধা দিতে অর্থনৈতিক ভাবে দুর্বল দেশগুলি কম দামে তেল পেলে অবশ্যই তা কিনতে পারে।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বহু দেশ রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত থেকে পিছু হটলেও, বিশেষ ছাড়ে রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্তে অটল থাকে ভারত। ভারতের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় আমেরিকা সহ একাধিক দেশ। যদিও ভারত বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। এবার আন্তর্জাতিক মঞ্চেই মোদির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হল ভাগ্রত রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্তে অটল। উল্লেখ্য, সম্প্রতি ঋণের ভারে বিধ্বস্ত শ্রীলঙ্কাও কম দামে তেল কেনার জন্য রাশিয়ার দ্বারস্থ হয়েছে।


Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version