Thursday, August 28, 2025

গরু পাচারকাণ্ডে এবার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের ৬ মামাকে তলব করল সিবিআই। তাদের সম্পত্তির বিস্তারিত হিসেবও চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  নিজাম প্যালেসে সায়গলের ৩ মামা হাজিরা দিয়েছেন। তাদের ২ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।  এক মামা অসুস্থতার কারণে যেতে পারেননি বলে সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছেন। সায়গলের বাকি ২ মামার তরফে কোনও উত্তর আসেনি।

সিবিআই সূত্রে জানা গিয়েছে,  গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত সায়গলের সম্পত্তির হিসেব খতিয়ে দেখতে গিয়ে তাঁর মামাদের নামে একাধিক জায়গায় বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে। তাঁদের নামে পাথরের খাদান থেকে  শুরু করে ডাম্পার ট্রাকও আছে বলে জানা গিয়েছে।  নিজের ৬ মামার নামেই সায়গল প্রচুর সম্পত্তি রেখেছিলেন বলে দাবি করেছেন গোয়েন্দারা। তারপরেই সায়গলের মামাদের আয় সংক্রান্ত তথ্য এবং আয়কর রিটার্নের বিশদ তথ্য চেয়ে পাঠান গোয়েন্দারা। সিবিআই-এর দাবি, গরু পাচার থেকে যে প্রচুর পরিমাণ টাকা, সেই টাকায় সম্পত্তি কিনে মামাদের নামে রেখেছিলেন সায়গল। নিজে ধরা না পড়ার জন্যই সে এই বন্দোবস্ত করেছিল বলে মনে করা হচ্ছে।

 

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version