Monday, November 3, 2025

জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের গণনার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে পাহাড়। স্ট্রংরুমেও চলছে নজরদারি। এবার দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পঙে ভোটগণনা হবে। দার্জিলিংয়ে গণনা হবে এক থেকে ১৭ নম্বর আসনের। কালিম্পঙে ৩৩ থেকে ৪৫ নম্বর আসনের গণনা হবে। ১৮ থেকে ৩২ নম্বর আসনের গণনা হবে কার্শিয়াঙে। সেইসঙ্গে আজ দক্ষিণবঙ্গের ৬টি  পুরসভার আসনের ফলাফল ঘোষণা করা হবে।


আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর বৈঠকে প্রতিটি জেলার সর্বস্তরের প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকার নির্দেশ, কারণ কী!

অন্যদিকে, শিলিগুড়ি মহকুমা পরিষদের ২২টি গ্রাম পঞ্চায়েতের মোট ৪৬২টি আসন। ৪টি গ্রাম সমিতির ৬৬টি আসন। তার সঙ্গে মহকুমা পরিষদের ৯টি আসনেও আজ ভাগ্যনির্ধারণ হতে চলেছে বিভিন্ন দলের প্রার্থীদের। মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ি ও  ফাঁসিদেওয়া – ৪টি ব্লকে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ভোট গণনা। স্ট্রংরুম ও গণনাকেন্দ্র জুড়ে রয়েছে আটোসাঁটো নিরাপত্তা।


রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। সমস্ত গণনাকেন্দ্রের বাইরেই থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। সকাল আটটা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ভোট গণনা হবে। তারপর ইভিএমের ভোট গণনা হবে। বেলা ১টার মধ্যেই ফলপ্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছে রাজ্য নির্বাচন কমিশন। জিটিএ ভোট একরকম পদ্ধতিতেই গণনা করা হবে। সেখানে তিনঘণ্টার মধ্যেই ফলপ্রকাশ করা যাবে।



Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version