৭ জুলাই ইন্টার্নশিপ পোর্টালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের গৃহীত নীতি অনুযায়ী বিভিন্ন দফতরে স্নাতকোত্তর যুবক-যুবতীদের ইন্টার্নশিপের আবেদন জানানোর জন্য একটি পৃথক পোর্টাল তৈরি করা হচ্ছে। আগামী ৭ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পোর্টালের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ইন্টার্নশিপ করতে আগ্রহীদের এই পোর্টালের মাধ্যমেই আবেদন করতে হবে। উল্লেখ্য, স্নাতকোত্তর যুবক-যুবতীদের রাজ্যের বিভিন্ন দফতরে ইন্টার্ন করার সুযোগ দেওয়ার প্রস্তাব গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। স্নাতকস্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পাওয়া উত্তীর্ণরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। গোটা বিষয়টি শিক্ষা দফতরের তত্ত্বাবধানে হলেও, ইন্টার্নশিপের জন্য প্রার্থী বাছাই করবে মুখ্যসচিবের নেৃত্বতাধীন একটি বোর্ড। প্রতি বছর ছ’হাজার জনকে ইন্টার্ন হিসেবে বাছাই করা হবে। প্রতি মাসে তাঁরা ছ’হাজার টাকা সাম্মানিক পাবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইন্টার্নশিপের মেয়াদ দু’বছরের জন্য হলেও, ইচ্ছে করলে তারপরেও করা যাবে। ইন্টার্নশিপ সফল ভাবে শেষ করা প্রার্থীরা সংশ্লিষ্ট দফতরে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ইন্টার্ন নিয়োগের ক্ষেত্রে কৃষি দফতর নোডাল এজেন্সি হলেও, রাজ্যের সব দফতরেই করা যাবে ইন্টার্নশিপ।

 

 

Previous articleসরকারি হাসপাতালে প্রত্যেক রোগীর জন্য চালু হচ্ছে ‘ইউনিক হেলথ আইডি’ নম্বর 
Next articleবারুইপুরে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন কুণাল-বাবুল-দেবাংশুরা