Tuesday, August 26, 2025

ফের কেন্দ্রের বিরুদ্ধে ‘CBI-এর জুজু’ দেখানোর অভিযোগে সরব মমতা

Date:

বিরোধীদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কোণঠাসা করানোর বিষয় নিয়ে বিজেপির বিরুদ্ধে বহুবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, দুর্গাপুরে দুই বর্ধমানের (Bardhawan) প্রশাসনিক বৈঠক থেকেও এই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা। বলেন, সিবিআই (CBI) জুজু দেখিয়ে বারবার বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তদন্তের জন্য ডেকে পাঠানো হচ্ছে টোটোচালক থেকে চিকিৎসক, সাংবাদিকদের। সবাইকে হেনস্তা করা হচ্ছে।

প্রশাসনিক বৈঠক থেকেই তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “এখান সিবিআইয়ের কেসে বীরভূমের গরিব ঘরের টোটোচালককেও ডেকেছে। ডা অভিজিৎ চৌধুরীকেও ডাকা হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য-বিধায়কদের ডেকে ডেকে হেনস্তা করা হচ্ছে।” তবে এসব উপেক্ষা করেই কাজ চালিয়ে যাওয়ার বার্তা দেন মমতা।

বিএলআরও অফিসগুলিকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কৃষকদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই বিষয়টিও দেখতে নির্দেশ দেন। তিনি বলেন, যে সব কোল্ড স্টোরেজের অব্যবস্থায় আলু খারাপ হয়েছে, সেই মালিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা যাতে ধান বিক্রির সঠিক মূল্য পান, সেদিকে নজর রাখার নির্দেশ দেন তিনি। ঠিকা শ্রমিকদের পে স্লিপ দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে বিডিওদের বেশিক্ষণ অফিসে থাকতে বলেন মুখ্যমন্ত্রী। এদিন, বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সব জেলার ডিএম-এসপি-বিডিওরা (DM-SP-BDO) । সেখানেই মমতা বলেন, তাঁর কাছে অভিযোগ এসেছে পাহাড়ে অনেক বিডিও অফিসেই যান না। গেলেও বিকেল পর্যন্ত থাকেন না। বিডিও-রা সন্ধে সাড়ে পাঁচটা পর্যন্ত অফিসে থাকুন- নির্দেশ মুখ্যমন্ত্রীর।

পাশাপাশি, ইন্টারনেটে হিংসা-বিদ্বেষমূলক ভিডিও যাতে না ছড়ায় তার দিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি অভিযোগ করেন, ইউটিউবে অনেকে কুৎসিত মন্তব্য করেছন। এধরনের কাজে কড়া পদক্ষেপ করতে বলেন মমতা।

মিড ডে মিল ও মা ক্যান্টিনের খাবারের মান ঠিক রাখতে DM-SP-দের মাঝেমাঝে তা চেখে দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী। এই সঙ্গে জেলার বণিকসভাগুলির দাবি মেনে দুর্গাপুরে একটি বাস টার্মিনাস করে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, রানিগঞ্জ বাজারে যানজট কমেতে পার্কিং লট তৈরির সরকার জমি দেবে বলে জানান মমতা।

 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version