Sunday, May 4, 2025

চিনের(China) তরফে চেষ্টার কোনও ত্রুটি রাখা হয়নি। যদিও সব চেষ্টায় জল ঢেলে ব্রিকস (BRICS) সামিটে পাকিস্তানের(Pakistan) উপস্থিতি আটকে দিল ভারত(India)। আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ভারতে এই সাফল্যকে বড় জয় হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল।

ভারত, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়াকে নিয়ে তৈরি হয়েছে ব্রিকস (BRICS) গোষ্ঠী। গত ২৪ জুন শীর্ষ পর্যায়ের ভারচুয়াল বৈঠকে বসেন সদস্য দেশগুলির প্রতিনিধিরা। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির পাশাপাশি ওই বৈঠকে ‘পর্যবেক্ষক’ হিসেবে উপস্থিত ছিলেন ইরান, মিশর, ফিজি, আলজেরিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার রাষ্ট্রনেতারা। এই বৈঠকে পর্যবেক্ষক হিসেবে পাকিস্তানকে ঢোকানোর আপ্রাণ চেষ্টা চালায় বেজিং। যদিও শেষ পর্যন্ত নয়াদিল্লির আপত্তিতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পর্যবেক্ষক হতে পারেননি। এরপর সোমবার পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, “আমাদের নিয়ে একটি সদস্য দেশের আপত্তি ছিল।”

উল্লেখ্য, এবার এই সম্মেলনের আয়জন দেশ ছিল চিন। বর্তমানে বিশ্বের গড় অভ্যন্তরীণ উৎপাদনের ২৫ শতাংশেরও বেশি এই গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির সম্মিলিত জিডিপি। এ বারের বৈঠকে আলোচনা হয় ‘ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ (এনডিবি)-কে আরও প্রসারিত কীভাবে করা যায় তা নিয়ে। পাশাপাশি জোটে নতুন সদস্য নেওয়ার বিষয়টি নিয়েও কথা হয়। তবে তার আগেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন জোট সম্প্রসারণে ভারতের আপত্তি নেই। কিন্তু পাকিস্তান হলে সেখানে ভারতের আপত্তি রয়েছে। ভারতের এই আপত্তির জেরেই শেষ পর্যন্ত পর্যবেক্ষক হিসেবে উপস্থিতিতেও বাতিল হয় পাকিস্তানের নাম।


Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version