Tuesday, November 4, 2025

পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যপদে মনোনীত হলেন কৃষ্ণ কল্যাণী

Date:

পাবলিক অ্যাকাউন্টস কমিটির (pac) সদস্যপদে  রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে মনোনীত করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার জানালেন, ‘শূন্যপদের জন্য একজনকে নির্বাচন করেছি। আইন মেনেই সব কাজ হয়েছে। কৃষ্ণ কল্যাণী বিজেপির সদস্য। বাইরে তিনি কী করেছেন, আমার জানার বিষয় নয়। আমার কাছে কোনও তথ্যপ্রমাণ আসেনি যে তিনি অন্য কোনও দলে যোগ দিয়েছেন।’’ স্পিকার এদিন আরও জানিয়েছেন, চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে। যথা সময়ে চেয়ারম্যানের নাম ঘোষণা  হবে। কৃষ্ণ কল্যাণীকে পিএসি-র সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে।

 

বিধানসভা সূত্রে জানানো হয়েছে,  পাবলিক অ্যাকাউন্টস কমিটির অর্থাৎ পিএসি-র চেয়ারম্যান হতে গেলে তাঁকে ওই কমিটির সদস্য হতেই হবে। সেই কারণেই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে  পিএসি-তে নিয়েছেন স্পিকার। মুকুল রায়ের ইস্তফার পরে স্পিকারের সঙ্গে দেখা করেন কৃষ্ণ। যদিও রায়গঞ্জের বিধায়ক এখনও বিজেপিতেই রয়েছেন। ২০২১ সালের জুলাই মাসে বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন। তারপরেই তাঁর বিরুদ্ধে বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকার ও আদালতে আবেদন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলা এখনও বিচারাধীন। আগামী ৮ জুলাই পিএসি চেয়ারম্যান পদে  আরো একবছরের জন্য দায়িত্ব গ্রহণের কথা ছিল মুকুল রায়ের। সম্ভবত সেদিনই  দায়িত্ব গ্রহণ করবেন নতুন চেয়ারম্যান কৃষ্ণ।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version