Wednesday, August 27, 2025

পুরসভার পর এবার শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনেও সবুজ ঝড়! এখনও পর্যন্ত ৪৬২ টি আসনের মধ্যে ৩২০টি আসনই তৃণমূলের দখলে। মুখরক্ষার্থে মাত্র ৮৬টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে  বিজেপি।  এর পরই রয়েছে কংগ্রেস । কংগ্রেসের দখলে রয়েছে ১৬টি আসন। বামফ্রন্ট এবং নির্দল প্রার্থীরা যথাক্রমে ১২টি এবং ১১টি আসনে জিতেছেন।


আরও পড়ুন:জিটিএ নির্বাচনে প্রথমবার আসন পেল তৃণমূল

বুধবার জিটিএ নির্বাচনের ফলপ্রকাশের পর  মহকুমা পরিষেদের নির্বাচনেও ভালো ফল করেছে তৃণমূল। স্বভাবতই বলা ভালো, পাহাড়ে যে তৃণমূলের পায়ের তলার মাটি শক্ত হচ্ছে, গত পুরভোটের পর আবারও তার ইঙ্গিত মিলল৷ এ বারই প্রথম তৃণমূলের টিকিটে লড়াই করেন প্রাক্তন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং৷ জয় পেয়েছেন তিনিও৷জয়ের পর তিনি জানান, ‘‘এই জয়ের জন্য ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ শুধু আমার জয় নয়। পাহাড়ের মানুষের জয়।’’

উল্লেখ্য,জিটিএ-র ৪৫টি আসনের মধ্যে অনীত থাপার বিজিপিএম জয়ী হয়েছে ২৬টি আসনে৷ ৭টি আসন দখল করেছে হামরো পার্টি৷ তৃণমূল জয়ী হয়েছে ৫টি আসনে৷ ৭টি আসনে জিতেছেন নির্দলরা, এঁদের মধ্যে কয়েকজন বিমল গুরুং পন্থীও রয়েছেন বলে খবর৷


অন্যদিকে, বিধানসভা নির্বাচনে পাহাড়ে ভালো ফল করলেও মহকুমা পরিষদের নির্বাচনে একেবারে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। অবশ্য তাতেও এতটুকু লজ্জা না পেয়ে খারাপ ফলের জন্য শাসক দলকে দূষেছেন গেরুয়া শিবির। খড়কুটোর মতো উড়ে গিয়েছে বামেরাও।



Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version