Friday, November 14, 2025

Corona: ফের করোনার চোখ রাঙানি, সক্রিয় রোগীর সংখ্যা পেরল ১ লক্ষের গণ্ডি

Date:

করোনা (Corona) নিয়ে চিন্তা বাড়ছে। মৃত্যুহার, সংক্রমণের গ্রাফ সবটাই ঊর্ধ্বমুখী। সক্রিয় রোগীর (Active case) সংখ্যা এই মুহূর্তে  ১ লক্ষ ৪ হাজার ৫৫৫ জন। যা গতকালের থেকে ৪ হাজার ৯৫৩ জন বেশি। পাল্লা দিয়ে হু হু করে বেড়ে চলেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪.১৬ শতাংশ। ফের গৃহবন্দি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।রিপোর্ট বলছে, একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। মহারাষ্ট্র, দিল্লি নিয়ে চিন্তা তো ছিলই, নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তামিলনাড়ু। দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ১১৬ জন। পাশাপাশি সুস্থতার হার নিয়েও বাড়ছে উদ্বেগ। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ২২ হাজার ৪৯৩ জন করোনাকে জয় করতে সক্ষম হয়েছেন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৫ শতাংশ। স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে।  অন্যদিকে বিদেশ থেকে আসা যাত্রীদের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, যারা বিদেশ থেকে আসবেন তাদের অন্তত ২ শতাংশের আরটিপিসিআর টেস্ট করাতে হবে। রিপোর্ট পজেটিভ হলে জিন পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হবে।

দেশের পাশাপাশি, রাজ্যেও (West Bengal) বাড়ছে করোনা সংক্রমণ । গত কয়েকমাসের পরিসংখ্যান কার্যত উদ্বেগজনক। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে (Sambhu Nath Pandit Hospital) ১৯ বেডের কোভিড সিসিইউ চালু করা হল। একইসঙ্গে কোভিড বেডের সংখ্যা বাড়ানোর প্রস্তুতিও শুরু হয়েছে ইতিমধ্যেই। আড়াই মাস পর রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেল (Daily COVID Cases)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে দুই করোনা রোগীর । কেন্দ্রের পক্ষ থেকে সব রাজ্যকেই নিয়মিত সমীক্ষা চালাবার কথা বলা হয়েছে।

 



Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version