করোনা (Corona) নিয়ে চিন্তা বাড়ছে। মৃত্যুহার, সংক্রমণের গ্রাফ সবটাই ঊর্ধ্বমুখী। সক্রিয় রোগীর (Active case) সংখ্যা এই মুহূর্তে ১ লক্ষ ৪ হাজার ৫৫৫ জন। যা গতকালের থেকে ৪ হাজার ৯৫৩ জন বেশি। পাল্লা দিয়ে হু হু করে বেড়ে চলেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ।
দেশের পাশাপাশি, রাজ্যেও (West Bengal) বাড়ছে করোনা সংক্রমণ । গত কয়েকমাসের পরিসংখ্যান কার্যত উদ্বেগজনক। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে (Sambhu Nath Pandit Hospital) ১৯ বেডের কোভিড সিসিইউ চালু করা হল। একইসঙ্গে কোভিড বেডের সংখ্যা বাড়ানোর প্রস্তুতিও শুরু হয়েছে ইতিমধ্যেই। আড়াই মাস পর রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেল (Daily COVID Cases)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে দুই করোনা রোগীর । কেন্দ্রের পক্ষ থেকে সব রাজ্যকেই নিয়মিত সমীক্ষা চালাবার কথা বলা হয়েছে।