Friday, December 19, 2025

আজই ফড়ণবীশদের শপথ! মুম্বই ফিরলেন শিন্ডে, গোয়ায় অপেক্ষায় বাকিরা

Date:

Share post:

মহা নাটকের যবনিকা পতন হয়েছে বুধবার রাতে। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে। এরপরই সরকার গড়তে কোমর বেধে নেমে পড়ল বিজেপি সহ বিক্ষুব্ধরা। জেড ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার মুম্বই ফিরলেন একনাথ শিন্ডে। আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আলাদা করে দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আজই হতে পারে শপথগ্রহণ।

বৃহস্পতিবারই গোয়া থেকে মুম্বই পৌঁছেছেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিণ্ডে। তবে শিণ্ডে নিজে মুম্বই এলেও তাঁর সঙ্গে থাকা সেনার বাকি বিদ্রোহী বিধায়করা গোয়াতেই রয়েছেন। এদিকের রাস্তা পরিস্কার হওয়ার পর শিণ্ডের তরফে গ্রিন সিগন্যাল পেলে তাঁরাও দ্রুত মুম্বই এসে পৌঁছবেন। এদিকে বৃহস্পতিবার সকালে টুইটে বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিণ্ডে জানিয়েছেন, তাঁরা এখনও মন্ত্রিসভা তৈরি নিয়ে বিজেপির সঙ্গে আলোচনা করেননি, তবে এবার শীঘ্রই সেই আলোচনা শুরুর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে, আজই হতে পারে মহারাষ্ট্রে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবীশ এবং উপমুখ্যমন্ত্রী হবেন শিন্ডে।

 

এদিকে আজ এক প্রেস বিবৃতিতে বিদ্রোহী সেনা শিবিরের মুখপাত্র দীপক কেসারকর বলেন, “আমরা ২০১৯ সালের নির্বাচনে বিজেপির সঙ্গেই লড়েছিলাম। মহারাষ্ট্রের জনগণ আমাদের নির্বাচিত করেছেন। সেই সময়ের দেওয়া প্রতিশ্রুতি এবার আমরা পূরণ করতে যাচ্ছি।” একইসঙ্গে তিনি যোগ করেন ঠাকরের পদত্যাগে তাঁরা মোটেই আনন্দিত নন। তাঁর কোথায়, “ঠাকরেকে অসম্মান করার বা আঘাত করার কোনও কারণ নেই। কোনও সেনা সদস্যেরই ঠাকরে পরিবারকে গালিগালাজ করা উচিত নয়।”


spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...