Friday, December 19, 2025

মহারাষ্ট্রে মহা-চমক: শিন্ডেই মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভায় থাকছেন না ফড়ণবীস

Date:

Share post:

মহারাষ্ট্রে মহা চমক দিল বিজেপি। একনাথ শিন্ডেকে পাশে বসিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে দেবেন্দ্র ফড়ণবীস ঘোষণা করে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডেই। নিজের মুখ্যমন্ত্রী হওয়ার সমস্ত রকম জল্পনা খারিজ করে এবং সকলকে আশ্চর্য করে ফড়ণবীস জানালেন, মন্ত্রিসভাতেই থাকছেন না তিনি। আজ সন্ধ্যা ৭.৩০ টায় রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ।

বৃহস্পতিবার রাজভবনে সরকার গঠনের প্রস্তাব জমা দেওয়ার পর নয়া মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডের নাম ঘোষণা করেন ফড়ণবীস। রাজভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফড়ণবীস বলেন, “বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনা জোট ভোটে জিতেছিল। মানুষ চেয়েছিলেন শিবসেনা-বিজেপির সরকার। শিবসেনা বিজেপি-র সঙ্গে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। এমভিএ সরকার রাজ্যের উন্নয়নও করেনি।” হিন্দুত্বের প্রশ্নে, বালাসাহেব ঠাকরের আদর্শের কথা মাথায় রেখেই শিণ্ডেকে বিজেপি সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে ফড়ণবীস বলেন, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিণ্ডে। একনাথ শিণ্ডেকে সমর্থন করবে বিজেপি। মহারাষ্ট্রকে নেতৃত্ব দেবেন একনাথ শিণ্ডে।” যদিও নিজে মন্ত্রিসভায় থাকবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন ফড়ণবীস। পাশাপাশি সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে, মহারাষ্ট্রের নয়া সমীকরণে একনাথ শিন্ডেকে মাথায় রেখে বিজেপির থেকে ২৫ জনের মন্ত্রী হওয়ার সম্ভাবনা ও শিন্ডে শিবির থেকে ১৩ জনের মন্ত্রীপদে বসার সম্ভাবনা রয়েছে। এদিন সন্ধ্যায় ফের বৈঠক রয়েছে বিজেপির সেখানে ঠিক হবে কাকে কন পদ দেওয়া হবে।

উল্লেখ্য, প্রায় দু’সপ্তাহ ধরে টানাপোড়েনের পর বুধবার রাতে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। তারপরেই চুড়ান্ত হয়ে যায় মহারাষ্ট্রের শাসক শিবিরে আসছে বিজেপি ও শিবসেনার বিক্ষুব্ধ গোষ্ঠী। বৃহস্পতিবার সকালে গোয়া থেকে মুম্বইয়ে উড়ে আসেন একনাথ শিন্ডে। বৈঠক করেন বিজেপির সঙ্গে। তারপর সরকার গড়ার দাবি নিয়ে ফড়ণবীস ও শিন্ডে সাক্ষাত করেন রাজ্যপালের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠকে ফড়ণবীস ঘোষণা করে দেন শিন্ডেই হচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।


spot_img

Related articles

লোকপালের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ, মহুয়ার বিরুদ্ধে CBI চার্জশিটের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় (Cash for query) চার সপ্তাহের মধ্যে সিবিআই চার্জশিট সংক্রান্ত লোকপালের নির্দেশ খারিজ করে দিল...

হেড কোচ হিসেবে মানতে চান না! টিম ইন্ডিয়াতে গম্ভীরের ভূমিকা স্পষ্ট করলেন কপিল

সাদা বলে সাফল্য পেলেও  টেস্টে ক্রিকেটে গৌতম গম্ভীরের(Gautam Gambhir)  কোচিংয়ে ভারতের ব্যর্থতার পাল্লাই ভারী। ঘরের মাঠে দুই দলের...

আওয়ামী লিগের বাড়ি ভাঙতে বুলডোজার, হাদির মৃত্যুতে শনিবার শোকদিবস পালনের ডাক ইউনূসের 

ভোটের আগে অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। নৈরাজ্যের আগুনে উত্তেজনা বাড়ছে প্রতিবেশী রাষ্ট্রে। ঢাকা-চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলা, ধানমান্ডিতে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ...

আমেরিকার আকাশে বিমান দুর্ঘটনা,উত্তর ক্যারোলিনায় প্রাইভেট জেট ভেঙে মৃত অন্তত ৭

মার্কিন আকাশ পথে ভয়াবহ দুর্ঘটনা (US plane crash)। উত্তর ক্যারোলিনায় (North Carolina) ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। উড়ানের...