Friday, November 14, 2025

মহারাষ্ট্রে ফের টুইস্ট: নাড্ডা-শাহদের অনুরোধে উপ-মুখ্যমন্ত্রী হতে রাজি ফড়ণবীস

Date:

মহারাষ্ট্রে ‘মিশন লোটাস’ সফল করার পর সকলকে চমকে দিয়ে মুখ্যমন্ত্রী পদে একনাথ শিন্ডের(Eknath Shinde) নাম ঘোষণা করেছিলেন দেবেন্দ্র ফড়ণবীস(Devendra Fadnabis)। নিজে মন্ত্রিসভাতে থাকবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দেন। তবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নিজের মত বদলালেন ফড়ণবীস। রাজি হয়ে গেলেন উপমুখ্যমন্ত্রী পদে থাকতে। যদিও এই পদে বসার জন্য বিজেপির সর্বভারতীয় জেপি নাড্ডা(JP Nadda) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shaha) অনুরোধ করেন তাঁকে আর সেই অনুরোধেই রাজি হয়ে যান ফড়ণবীস।

বৃহস্পতিবার রাজভবনে সরকার গঠনের প্রস্তাব জমা দেওয়ার পর নয়া মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডের নাম ঘোষণা করেন ফড়ণবীস। রাজভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফড়ণবীস বলেন, “বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনা জোট ভোটে জিতেছিল। মানুষ চেয়েছিলেন শিবসেনা-বিজেপির সরকার। শিবসেনা বিজেপি-র সঙ্গে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। এমভিএ সরকার রাজ্যের উন্নয়নও করেনি।” হিন্দুত্বের প্রশ্নে, বালাসাহেব ঠাকরের আদর্শের কথা মাথায় রেখেই শিণ্ডেকে বিজেপি সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে ফড়ণবীস বলেন, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিণ্ডে। একনাথ শিণ্ডেকে সমর্থন করবে বিজেপি। মহারাষ্ট্রকে নেতৃত্ব দেবেন একনাথ শিণ্ডে।” যদিও নিজে মন্ত্রিসভায় থাকবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন ফড়ণবীস। এরপরই বিজেপির সর্বভারতীয় জেপি নাড্ডা তাঁকে অনুরোধ করেন মন্ত্রিসভা না ছেড়ে ফড়ণবীসের উচিত উপমুখ্যমন্ত্রী পদে বসা। একই আবেদন জানান খোদ অমিত শাহ। এরপরই রাজি হন তিনি।

ফড়ণবীস যে প্রস্তাবে রাজি হয়েছেন সে কথা জানিয়ে এরপর টুইট করতে দেখা যায় শাহকে। তিনি লেখেন, “বিজেপি সভাপতি জেপি নাড্ডার কথায় দেবেন্দ্র ফড়ণবীস বড় মনের পরিচয় দিয়ে মহারাষ্ট্রের জনতার স্বার্থে মন্ত্রিসভায় থাকতে রাজি হয়েছেন। এই সিদ্ধান্ত মহারাষ্ট্রের প্রতি তাঁর ভালোবাসা ও ভাবাবেগের পরিচয়। এই সিদ্ধান্তের জন্য তাঁকে অভিনন্দন।”


Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...
Exit mobile version