সংক্রমণ নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য

রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

রাজ্যে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। সেই পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo: পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করলেন রোনাল্ডো: সূত্র

দেখে নিন কী কী নির্দেশিকা জারি করেছে রাজ্য
একমাত্র উপসর্গহীন এবং সমস্ত ডোঝ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাই কোনও জনসমাগমে হাজির হতে পারবেন।
প্রত্যেকের প্রাথমিক ভাবে টিকাকরণ জরুরি এবং বুস্টার ডোজ দিতে হবে। সরকারকে প্রয়োজনে বাড়ি বাড়ি পৌঁছে টিকাকরণের কাজ সম্পূর্ণ করতে হবে।
বয়স্ক মানুষদের, যাদের কো- মর্বিডিটি আছে, তাঁদের অবশ্যই বুস্টার ডোজ সম্পূর্ণ করতে হবে

স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধারা, যাঁরা সাধারণ মানুষের সংস্পর্শে আসছেন, তাঁদের অবশ্যই সম্পূর্ণ টিকাকরণ করতে হবে।
সাধারণ মানুষ, যাঁরা বিভিন্ন জনসমাগমে উপস্থিত হবেন, তাঁদের অবশ্যই মাস্ক পরা, স্যানিটাইজার বা সাবান ব্যবহার করা এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

জনসমাগম, গণপরিবহণ এবং বাজার ও শপিং মল অবশ্যই সঠিকভাবে স্যানিটাইজ করতে হবে, ভেন্টিলেশন অর্থাৎ হাওয়া বাতাস চলাচলক করতে পারে, এমন ব্যবস্থা ভালভাবে থাকতে হবে।
পাবলিক প্লেসে বা সাধারণের জন্য যে স্থান, সেখানে থার্মাল স্ক্যানিং এবং সঠিক স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকতে হবে।
রাজ্যে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯৪।শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৪১৪ জন।

 

Previous articleCristiano Ronaldo: পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করলেন রোনাল্ডো: সূত্র
Next articlePSLV-35 : তিনটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপন, নতুন মাইলফলক ইসরো-র