Wednesday, August 20, 2025

আমাকে ফাঁসানো হয়েছে, সময় এলে সব ষড়যন্ত্রকারীদের নাম বলব : দাবি আনারুলের

Date:

বগটুইয়ের ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছিল গোটা রাজ্য।শেষ পর্যন্ত ওই ঘটনায় গ্রেফতার করা হয় অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনকে। বৃহস্পতিবার সেই আনারুল হোসেনই বিস্ফোরক অভিযোগ করলেন, তাঁকে ফাঁসানো হয়েছে, সময় এলে সব ষড়যন্ত্রকারীদের নাম বলবেন। বৃহস্পতিবার তাঁকে রামপুরহাট সংশোধনাগার থেকে সিউড়ি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। সেই সময়েই আনারুল এই দাবি করেন

এদিন তাঁর দাবি, ঘটনাস্থল থেকে তাঁর বাড়ি ৫-৭ কিলোমিটার দূরে। ওই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। কিন্তু ষড়যন্ত্রকারী কারা?  এই প্রশ্নের উত্তরে আনারুল বলেন, ‘ষড়যন্ত্রকারী কিছু আছে। সময়ে নাম বলব।’ যদিও এই কথা উড়িয়ে দিয়েছেন বগটুইকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখ। তিনি বলেন, ‘নিজেকে বাঁচাতে মিথ্যা বলছেন আনারুল।’

এর আগেও একই দাবি করেছেন আনারুল হোসেন।তখন তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি আত্মসমর্পণ করেছেন। কখনও নিজেকে নির্দোষ দাবি করে, তাঁকে ঘটনার সঙ্গে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুলেছিলেন আনারুল। এবার ষড়যন্ত্রকারীদের নাম ফাঁস করে দেওয়ার অভিযোগ আনারুলের মুখে।

আরও পড়ুন- পরিত্যক্ত হাসপাতাল থেকে ২ মহিলা-সহ ৪ জনের দেহ উদ্ধার

 আনারুল নিজেকে নির্দোষ দাবি করলেও সম্প্রতি, সিবিআইয়ের চার্জশিটে বলা হয়েছে, তৃণমূল নেতা আনারুল হোসেনের উস্কানিতেই বগটুই হত্যাকাণ্ড ঘটে। এমনকি, বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের পর পুলিশের দেরিতে পৌঁছনোর নেপথ্যেও আনারুলের ভূমিকা ছিল।বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার বক্রব্য, ‘আনারুলের হিম্মত থাকলে দোষীদের নাম বলে দিন। আমাদের মনে হয় সিবিআই সঠিক তদন্ত করছে।

 

 

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version