শুক্রবার ডাকা হয়েছিল আইএসএলের (ISL) রোডম্যাপ নির্ধারণ করার জন্য বৈঠক। আর সূত্রের খবর, এই বৈঠকেই গরহাজির ছিল ইস্টবেঙ্গল(East Bengal)। আর লাল-হলুদের এই বৈঠকে অনুপস্থিত থাকায় ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে সূত্রের খবর, আগামী ৬ অক্টোবর থেকে শুরু হতে পারে আইএসএল। অর্থাৎ দুর্গাপুজোর একাদশীতে বোধন হতে পারে ইন্ডিয়ান সুপার লিগের।

শুক্রবার ২০২২-২৩ মরশুমের আইএসএলের জন্য সব দলগুলিকে বৈঠকে ডাকা হয়েছিল। সেই বৈঠকে এটিকে মোহনবাগান-সহ লিগের ১০টি দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। কিন্তু সেই বৈঠকে ছিলেন না ইস্টবেঙ্গল কর্তারা। কেন লাল-হলুদের কর্তারা বৈঠকে যাননি, যদিও সেটা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:Virat Kohli: ইংল্যান্ডের বিরুদ্ধে অনন্য নজির গড়া হল না কোহলির
