Thursday, August 28, 2025

রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর নাম আগে জানালে ভেবে দেখতাম: তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার

Date:

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম। শুক্রবার, ইস্কনের রথের রশিতে টান দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, বিজেপির (BJP) তরফ থেকে আগে যদি জানানো হত, কোনও আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হচ্ছে, তাহলে তাঁর সমর্থনের বিষয়ে ভেবে দেখতেন। কিন্তু তারা শুধু সমর্থনের আর্জি জানিয়ে ফোন করেছিল। এখন ১৮টি বিরোধীদল মিলিত ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে। মমতা এককভাবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে চান না। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ভাবে হোক চান মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা বিভাজনের রাজনীতি করেন না। দলিত-আদিবাসীদের মধ্যে বিভাজন করেন না বলে জানিয়ে মমতা বলেন, সবাই তাঁদের সঙ্গে আছে। একই সঙ্গে মমতা জানান, তিনি বিরোধীদের মতের বিরুদ্ধে যাবে না। তাঁরা যা সিদ্ধান্ত নেবেন, সেটাতেই তিনি মত দেবেন। তবে, মহারাষ্ট্রের রাজনৈতিক ঘটনাক্রমের ফলে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করেন মমতা।

এদিন ঐতিহ্যবাহী ইস্কনের রথযাত্রারয় অংশ নেন মুখ্যমন্ত্রী। প্রথমে আরতি করেন। পরে রথের রশিতে টান দেন। বাংলা, ভারত তথা সারা বিশ্বের মঙ্গল কামনা করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। উপস্থিত ছিলেন সাংসদ নুসরত জাহান, বিধায়ক সোহম চক্রবর্তী-সহ অন্যান্যরা।



Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version