উদয়পুরে নৃশংস অত্যাচারের ঘটনায় এবার একসঙ্গে বদলি করা হল রাজ্যের ৩২ জন পুলিশ আধিকারিককে। নৃশংস অত্যাচারের ঘটনার পরে উদয়পুর এখনও থমথমে । ঘটনায় দুই অভিযুক্তকে ১৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ইনস্পেকটর জেনারেল ও উদয়পুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট সহ রাজ্যের ৩২ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে।
আরও পড়ুন- RJ Mir: মীর-বিহীন মিরচি! ৯৮.৩ শতাংশ মন খারাপ নিয়ে ২৭ বছরের ইনিংস শেষ
সোশ্যাল মিডিয়ায় নৃশংস অত্যাচারের হুমকির কথা জানিয়ে করা কানহাইয়ালালের আবেদনের পরও পুলিশ কেন তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেনি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।এই সমালোচনার মুখে পড়েই ‘শাস্তি’ হিসেবে ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে।বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে সোশ্যাল মিডিয়ায় সমর্থন করেছিলেন পেশায় দর্জি উদয়পুরের কানহাইয়ালাল।