Saturday, January 31, 2026

বিতর্ক-বিক্ষোভ দূরে ঠেলে আজ থেকেই শুরু সেনাবাহিনীর অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়া

Date:

Share post:

ভারতীয় সেনাবাহিনী (পদাতিক, বায়ু এবং নৌবাহিনী) কেন্দ্রের বিতর্কিত অগ্নিপথ মডেলে “সীমিত সময়”র জন্য সেনা নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে আজ, শুক্রবার থেকে। দেশজুড়ে কয়েক লক্ষ যুবক আবেদন করবে। সবমিলিয়ে চলতি বছরে ৪৬ হাজার “অগ্নিবীর” নিয়োগ করবে সেনাবাহিনী। এরমধ্যে ৪০ হাজার নিয়োগ করবে সেনাবাহিনী। বায়ুসেনা এবং নৌবাহিনী নিয়োগ করবে ৩০০০ করে।

কেন্দ্রের মোদি সরকার গত, ১৪ জুন এই প্রকল্পের ঘোষণা করে। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে
নিয়োগের পদ্ধতিতে ব্যাপক বদল এনে সার্বিক বয়স কমানোর মধ্যে আরও সবল ও ভবিষ্যতের যুদ্ধের জন্য উপযুক্ত বাহিনী বানানোর কথা ভাবা হয়েছে। কেন্দ্রের দাবি,
এই প্রকল্পে নিযুক্ত সেনাদের “অগ্নিবীর” নামে অভিহিত করা হবে। যদিও এই সিদ্ধান্তের পরে থেকেই দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের সংঘঠিত হয়।

এদিকে সমস্ত বিতর্ক ও বিক্ষোভকে দূরে ঠেলে ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা শুরু করেছে গত ২৪ জুন। বায়ুসেনাতে এই প্রকল্পের অধীনে ৩ হাজার পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। যেখানে ২৯ তারিখ পর্যন্ত এই পদের জন্য আবেদন জানিয়েছেন ২০১,০০০ জন প্রার্থী। আগামী ৫ জুলাই পর্যন্ত নাম নথিভুক্ত করার কাজ চলবে বলে জানা গিয়েছে।

আগস্ট মাসে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং অক্টোবর-নভেম্বরে একটি সাধারণ প্রবেশিকা পরীক্ষা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ডিসেম্বরে প্রশিক্ষণ কেন্দ্রে রিপোর্ট করবে। অগ্নিবীরদের প্রথম ব্যাচ ২০২৩-এর জুলাইয়ে তাঁদের নিজ নিজ ইউনিটে যোগদান করবে। বায়ু ও নৌসেনারা ক্ষেত্রেও একই ফর্মুলা প্রযোজ্য হবে।

আরও পড়ুন:চন্দননগরে সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা

 

 

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...