Thursday, August 28, 2025

মর্মান্তিক, দিঘায় সমুদ্রে স্নানের সময় বাজ পড়ে মৃত্যু দুই পর্যটকের; আহত তিন

Date:

সমুদ্রে স্নান করতে নেমে ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের।আজ, রথযাত্রার দিন সমুদ্রে স্নান করার সময় বাজ পড়ে মৃত্যু হয় ২ পর্যটকের, আহত আরও ৩ । দুর্ঘটনাটি ঘটে নিউ দিঘার ক্ষণিকাঘাটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল পর্যটক দিঘা বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। আচমকাই অঝোর ধারায় বৃষ্টি নামে। বাজ পড়তে থাকে ঘনঘন! বজ্রাঘাতেই মৃত্যু হয় দুই পর্যটকের।
শুক্রবার দিঘার ক্ষণিকাঘাটে এই দুর্ঘটনায় নিহতদের নাম সুগম পাল(২৪) এবং শুভজিৎ পাল(২৫)। সুগমের বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহরে। শুভজিৎ পাল নদিয়ার কল্যাণীর শহিদপল্লী এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ ISL: আইএসএলের রোডম্যাপ তৈরির বৈঠকে গরহাজির ইস্টবেঙ্গল: সূত্র
জানা গিয়েছে, রথযাত্রার দিন সকালে দিঘায় পৌঁছন পাঁচ বন্ধু। দেবাশীষ বিশ্বাস নামে মৃতদের এক বন্ধু জানান তিনি, সুগম, সুগমের স্ত্রী তিয়াশা, শুভজিৎ ও সমির পাত্র নামে আরও এক বন্ধু দিঘায় আসেন। সমুদ্রে স্নানে নেমেই বিপত্তি। বাজ পড়ে মৃত্যু হয় সুগম ও শুভজিতের। মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় দিঘা থানার পুলিশ। ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন মৃত সুগমের স্ত্রী তিয়াশা। বছরখানেক আগেই বিয়ে হয়েছে তিয়াসা ও সুগমের। প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্রে নেমে সকলেই ছবি তুলছিলেন। হঠাৎ-ই বৃষ্টি শুরু হয়। আচমকাই বাজ পড়ে, জলের মধ্যেই লুটিয়ে পড়েন দু’জন। বাকি তিন জন কম-বেশি আহত হন। নুলিয়া ও পুলিশকর্মীরা তাঁদের উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

 

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version