Thursday, August 28, 2025

উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী অমরিন্দর সিং: সূত্র

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ঘোষিত হয়েছে উপরাষ্ট্রপতি(vice president) নির্বাচনের দিনক্ষণও। এরই মাঝে জানা গেল উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ’র তরফে প্রার্থী হতে চলেছেন পাঞ্জাবের(Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং(Amrinder Singh)। বিজেপি(BJP) সূত্রে খবর এমনই।

চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল অমরিন্দরের। যদিও বর্তমানে চিকিৎসার কারণে লন্ডনে রয়েছেন তিনি। বিজেপি সূত্রের খবর, তিনি দেশে ফিরে আসার পর বিজেপির সঙ্গে তার দল পাঞ্জাব লোক কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ হবে। এবং উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী করা হবে অমরিন্দরকে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে উপরাষ্ট্রপতি পদে নিয়ে আসা হলে বিজেপি সঙ্গে দলের জোট প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে পারেন তাঁর স্ত্রী প্রণীত।

প্রসঙ্গত, বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ অগস্ট। আগামী ৬ আগস্ট দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। ফলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এনডিএ-র তরফে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে তার আগেই সূত্র মারফত জানা গেল, এনডিএ-র তরফে এই পদের জন্য প্রার্থী হতে চলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

উল্লেখ্য, গোষ্ঠী কোন্দলের জেরে গত বছর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অমরিন্দরকে। এরপর কংগ্রেসের উপর ক্ষুব্ধ হয়ে দল ছাড়েন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে পঞ্জাবের বিধানসভা ভোটের আগের নয়া দল ‘পঞ্জাব লোক কংগ্রেস’ গড়ে বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন। কিন্তু বিধানসভা ভোটে একটি আসনেও জিততে পারেনি তাঁর দল। এমনকি, পটিয়ালার রাজ পরিবারের সন্তান অমরিন্দর তাঁর পুরনো আসনেও হেরে গিয়েছিলেন।


spot_img

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...