Wednesday, December 24, 2025

উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী অমরিন্দর সিং: সূত্র

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ঘোষিত হয়েছে উপরাষ্ট্রপতি(vice president) নির্বাচনের দিনক্ষণও। এরই মাঝে জানা গেল উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ’র তরফে প্রার্থী হতে চলেছেন পাঞ্জাবের(Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং(Amrinder Singh)। বিজেপি(BJP) সূত্রে খবর এমনই।

চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল অমরিন্দরের। যদিও বর্তমানে চিকিৎসার কারণে লন্ডনে রয়েছেন তিনি। বিজেপি সূত্রের খবর, তিনি দেশে ফিরে আসার পর বিজেপির সঙ্গে তার দল পাঞ্জাব লোক কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ হবে। এবং উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী করা হবে অমরিন্দরকে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে উপরাষ্ট্রপতি পদে নিয়ে আসা হলে বিজেপি সঙ্গে দলের জোট প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে পারেন তাঁর স্ত্রী প্রণীত।

প্রসঙ্গত, বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ অগস্ট। আগামী ৬ আগস্ট দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। ফলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এনডিএ-র তরফে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে তার আগেই সূত্র মারফত জানা গেল, এনডিএ-র তরফে এই পদের জন্য প্রার্থী হতে চলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

উল্লেখ্য, গোষ্ঠী কোন্দলের জেরে গত বছর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অমরিন্দরকে। এরপর কংগ্রেসের উপর ক্ষুব্ধ হয়ে দল ছাড়েন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে পঞ্জাবের বিধানসভা ভোটের আগের নয়া দল ‘পঞ্জাব লোক কংগ্রেস’ গড়ে বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন। কিন্তু বিধানসভা ভোটে একটি আসনেও জিততে পারেনি তাঁর দল। এমনকি, পটিয়ালার রাজ পরিবারের সন্তান অমরিন্দর তাঁর পুরনো আসনেও হেরে গিয়েছিলেন।


spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...