মালদহে (Maldah) স্কুল বাস দুর্ঘটনা। স্কুল থেকে ফেরার পথে ৫০জন পড়ুয়া নিয়ে মালদহ-মানিচক রাজ্য সড়কে নয়ানজুলিতে উল্টে যায় মালদহ কেন্দ্রীয় বিদ্যালয়ের একটি স্কুল বাস (School Bus)। স্থানীয়রাই বাসে জানলা ভেঙে পড়ুয়াদের উদ্ধার করেন। অনেকেই কমবেশি আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর আড়াইটা নাগাদ মালদহে ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায় মালদহ মানিকচক রাজ্য সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। স্কুল বাসটি দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয়েছে কমপক্ষে ৩০ জন। তাদের মধ্যে ১৩জনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মালদহ কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়াদের স্কুল বাসটিতে পঞ্চম থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা ছিল। স্কুল থেকে ফেরার পরে রাজ্য সরকারের উপরে ওঠে বাসটি। কিছুটা দূর যাওয়া মাত্র হঠাৎ বাঁদিকে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। গাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০ থেকে ৪০ জন। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্ররা হল- ওম কুমার, বান্টি কুমার সিং, কৌশিক বর্মন, অদ্বৈত রাজ, শুভজিৎ সিং, উজ্জ্বল দাস, বিশাল কুমার ও দেবজিৎ পাল। জখন পড়ুয়াদের প্রত্যেকেই সপ্তম থেকে দশম শ্রেণীতে লেখাপড়া করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও ট্রাফিক পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি।
