ভূমিকম্পে কাঁপল গোটা উত্তরবঙ্গ। ভূমিকম্পে আতঙ্ক ছড়ালো বিস্তীর্ণ এলাকায়। যদিও কম্পনের তীব্রতা খুবই কম ছিল। অল্প সময় স্থায়ী হওয়ায় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
শুক্রবার ঠিক রাত ১২ টা নাগাদ পরপর দুবার ঝাঁকুনি অনুভূত হয়। যদিও কেউ সেভাবে বুঝে ওঠার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূটানের রাজধানী থিম্পু থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৭ বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:বিহারে খুন করে এসেও শেষ রক্ষা হলো না, চন্দননগর পুলিশের জালে ধৃত ৩
