বিহারে খুন করে এসেও শেষ রক্ষা হলো না, চন্দননগর পুলিশের জালে ধৃত ৩

খুন করে এসে ঘাঁটি গেড়েছিল এ রাজ্যে। কিন্তু শেষ রক্ষা হল না। জানা গিয়েছে, গত ২০ মে বিহারের বেগুসরাইয়ে এলাকার তরুণ সাংবাদিক সুভাষ কুমার মাহাতোকে খুন করা হয়। আর তারপরেই বিহার জুড়ে সাংবাদিকের হত্যার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে । এর মধ্যেই ঘটনার পর থেকে পলাতক ছিল বেগুসরাই এলাকার রোশন কুমার, প্রিয়াংশু কুমার এবং সৌরভ কুমার নামক তিন ব্যক্তি। শেষ পর্যন্ত এদের তিনজনের দেখা মেলে বৃহস্পতিবার চন্দননগরের গোস্বামী ঘাটে।

সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেই পুলিশের খবর দেন স্থানীয়রা। এরপর চন্দননগর থানার পুলিশ তিনজনকে থানায় নিয়ে এসে জেরা করে। সেখানেই আসল ঘটনা প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, বেগুসরাইয়ের সাংবাদিক হত্যায় তাঁরা অভিযুক্ত। গত ৪০ দিন ধরে তাঁরা বিভিন্ন রাজ্যে ঘুরেছে। চন্দনগর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিযুক্তদের বিহার পুলিশের হাতে তুলে দেওয়ার তোরজোড় চলছে।

আরও পড়ুন:মাঝ আকাশে কালো ধোঁয়ায় ঢাকল বিমান, আতঙ্কে যাত্রীরা! তারপর যা ঘটল…

 

 

Previous articleমাঝ আকাশে কালো ধোঁয়ায় ঢাকল বিমান, আতঙ্কে যাত্রীরা! তারপর যা ঘটল…
Next articleভূমিকম্পে কেঁপে উঠলো গোটা উত্তরবঙ্গ