মাঝ আকাশে কালো ধোঁয়ায় ঢাকল বিমান, আতঙ্কে যাত্রীরা! তারপর যা ঘটল…

বিমানটির প্রতিটি যাত্রী অক্ষত রয়েছেন। পরবর্তী বিমানে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে স্পাইসজেট সূত্রে খবর

বিমান তখন প্রায় ৫ হাজার ফুট উচ্চতায়। আচমকা মাঝ আকাশে বিভ্রাট। হঠাৎ কালো ধোঁয়ায় ঢেকে গেল যাত্রীবাহী বিমান। আগুন আতঙ্কে বিভীষিকাময় মুহূর্ত কাটালেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে, জব্বলপুরগামী স্পাইসজেট সংস্থার বিমানে। এই ঘটনার জেরে বিমানটিকে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তবে বিমানটির প্রতিটি যাত্রী অক্ষত রয়েছেন। পরবর্তী বিমানে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে স্পাইসজেট সূত্রে খবর।

সংবাদ সংস্থা এএনআই-এর অনুসারে, স্পাইসজেটের মুখপাত্র বলেছেন, “দিল্লি থেকে জব্বলপুরে যাওয়ার একটি স্পাইসজেট বিমান আজ সকালে দিল্লি বিমানবন্দরে নিরাপদে ফিরে এসেছে। ৫ হাজার ফুট উচ্চতায় কেবিনে ধোঁয়া লক্ষ্য করেন কেবিন ক্রু। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।” প্রসঙ্গত, সংবাদ সংস্থার টুইট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ধোঁয়া ভর্তি কেবিন দেখা গিয়েছে।

আরও পড়ুন:যত্ন করে রাখা ছিল ডিম, জন্ম হল ১৬ গোখরো !

 

 

Previous articleযত্ন করে রাখা ছিল ডিম, জন্ম হল ১৬ গোখরো !
Next articleবিহারে খুন করে এসেও শেষ রক্ষা হলো না, চন্দননগর পুলিশের জালে ধৃত ৩