Wednesday, November 12, 2025

মোদিকে এড়িয়ে হায়দ্রাবাদ বিমানবন্দরে যশবন্তকে স্বাগত জানালেন কেসি রাও

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) পা রেখেছেন হায়দ্রাবাদে(Hyderabad) অথচ তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হলেন না তেলেঙ্গানার(Telangana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও(K Chandrashekhar Rao)। কিন্তু মোদির ঘন্টাখানেক পর হায়দ্রাবাদ বিমানবন্দরে পা রাখা রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে(Yashwant Sinha) সাড়ম্বরে স্বাগত জানালেন তিনি। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। এই নিয়ে গত ছয় মাসে তিনবার হায়দ্রাবাদ বিমানবন্দরের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির হলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী।

কেসি রাও-এর তেলঙ্গনায় এখন চলছে বিজেপি-র কর্মসমিতির বৈঠক। রাজ্যজুড়ে উড়ছে পদ্ম পতাকা। জেপি নাড্ডা থেকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীরা এখন তেলঙ্গনায় ঘাঁটি গড়েছেন। সেই উপলক্ষে এদিন হায়দ্রাবাদে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তাঁকে সম্পূর্ণরূপে এড়িয়ে গেলেন কেসি রাও। তবে কিসি রাওয়ের এই পদক্ষেপে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, সেটা হল টিআরএস প্রধান একেবারে মমতার ছকেই কোমর বেঁধে বিজেপি বিরোধিতায় নামছেন। শনিবার যশবন্ত সিংকে স্বাগত জানাতে হায়দ্রাবাদ বিমানবন্দরে উপস্থিত হন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রচারে আসা যশবন্ত সিনহা-কে নিয়ে হায়দ্রাবাদ সহ তেলঙ্গনার বিভিন্ন জায়গায় হুড খোলা জিপে ঘুরবেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, দক্ষিণের রাজ্য হিসেবে কর্ণাটকের পর বিজেপির লক্ষ্য এখন তেলেঙ্গানা। যার ফলেই এত রাজ্য ছেড়ে তেলেঙ্গানায় কর্ম সমিতির বৈঠক করছে বিজেপি। তবে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন টিআরএস প্রধান কেসি রাও।


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version