Wednesday, November 12, 2025

৮ দিনে বিল ৭০ লক্ষ, সিন্ধেদের গুয়াহাটি যাপনের খরচ মেটালো কে?

Date:

মহারাষ্ট্রের সরকার(Maharashtra government) ফেলার রণকৌশল রচিত হয়েছিল গুয়াহাটির বিলাসবহুল হোটেল থেকেই। বিজেপি(BJP) শাসিত অসমের এই হোটেলে বিদ্রোহী শিবসেনা বিধায়কদের(Shivsena MLA) আতিথেয়তার কোনও ত্রুটি ছিল না অসমের(Assam) বিজেপি সরকারের। মোট ৮ দিন কাটানো রেডিসন ব্লু হলে বিধায়কদের মোট খরচ পড়েছিল প্রায় ৭০ লক্ষ টাকা। ইতিমধ্যেই সেই বিলের টাকা শোধও দেওয়া হয়েছে। কিন্তু বিপুল এই খরচ মেটাল কে? তার কোনও উত্তর এখনো মেলেনি।

জানা গিয়েছে? মহারাষ্ট্রের বিধায়কদের জন্য বিলাসবহুল এই হোটেলটির মোট ৭০ টি ঘর বুকিং করা হয়। মূলত সুপিরিয়র ও ডিলাক্স এই ঘরগুলি হোটেলের বিভিন্ন তলায় অবস্থিত। ২২ থেকে ২৯ জুন এই হোটেলে সময় কাটান তারা। বিধায়কদের থাকাকালীন বাইরের অতিথিদের জন্য রেস্তোরাঁ ব্যাংকোয়েট সহ হোটেলের বিভিন্ন পরিসেবা পুরোপুরি বন্ধ রাখা হয়। জানা গিয়েছে, শুধুমাত্র ২২ লক্ষ টাকা খাবারের বিল হয়েছিল বিধায়কদের। এছাড়া হোটেল ভাড়া সহ অন্যান্য খরচ মিলিয়ে মোট খরচ হয় প্রায় ৭০ লক্ষ। তবে কে সে টাকা মিটিয়েছে? তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে হোটেল কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে হোটেলের এক আধিকারিক জানান, মহারাষ্ট্রের বিধায়করা সাধারণ অতিথি হিসেবেই হোটেলে ছিলেন। সুপিরিয়র ও ডিলাক্স রুমে ছিলেন তারা। হোটেল ছাড়ার সময় নিয়ম মেনে সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হয়। তবে হোটেল কর্তৃপক্ষ কিছু না বললেও ওয়েবসাইট থেকে রুম ভাড়া সম্পর্কে যে তথ্য জানা যাচ্ছে, তাতে দৈনিক ভাড়া প্রতিদিন কিছুটা উঠানামা করে। সেই হিসেবে সুপিরিয়র ও ডিলাক্স রুমগুলির দৈনিক গড় ভাড়া ৭৫০০ থেকে ৮৫০০ টাকা। অর্থাৎ ডিসকাউন্ট ও কর ধরে আট দিনে সবমিলিয়ে ৬৮ লক্ষ বিল হওয়ার কথা। এর পাশাপাশি বিধায়কদের খাওয়ার বিল হওয়ার কথা মোট ২২ লক্ষ টাকা। কিন্তু টাকা কে দিয়েছে সে তথ্য হোটেল কর্তৃপক্ষ না জানালেও সূত্রের খবর, এই পুরো টাকা বহন করেছে অসমের বিজেপি সরকার। আর সেখানেই প্রশ্ন, বন্যা বিধ্বস্ত অসমে মানুষের পাশে না দাঁড়িয়ে এই বিপুল পরিমাণ অর্থ রাজ্য সরকার কিভাবে ভিন রাজ্যের বিক্ষুব্ধ বিধায়কদের পিছনে খরচ করলেন? যদিও হোটেল সূত্রে খবর, রুম ভাড়া সঙ্গে সংযুক্ত পরিষেবাগুলি শুধুমাত্র গ্রহণ করেছিলেন বিধায়করা। স্পা সহ অন্যান্য যে সব পরিষেবার জন্য আলাদা টাকা দিতে হয়। সেগুলি তারা ব্যবহার করেননি।


Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version