Saturday, August 23, 2025

শনিবার সিএবিতে ( CAB) এসে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) নিয়ে গেলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। যার ফলে সরকারিভাবে বাংলার সঙ্গে সম্পর্ক ছিন্ন হল ঋদ্ধির। এদিন সিএবিতে উপস্থিত ছিলেন, সভাপতি অভিষেক ডালমিয়া এবং যুগ্ম-সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

এদিন দুপুরে সিএবি-তে আসেন ঋদ্ধিমান। তারপর মোট ৩৭ মিনিট অভিষেক ডালমিয়া এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় ঋদ্ধির। এদিন আবারও ঋদ্ধিকে বোঝানোর চেষ্টা করা হয় বাংলায় থাকার জন‍্য। তবে বাংলা ছাড়ার সিদ্ধান্তে অনড় ছিলেন ঋদ্ধি। এরপরই তাঁকে এনওসি দিয়ে দেয় সিএবি।

এই নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে ঋদ্ধি বলেন,”আমাকে আগে অনুরোধ করা হয়েছিল। আজকেও বার বার অনুরোধ করা হয়েছে। কিন্তু আগে থেকেই আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। তাই আজ এনওসি নিয়েই নিলাম। বাংলার সঙ্গে কোনও দিন আমার কোনও ইগো ছিল না। হয়তো কোনও ব্যক্তির সঙ্গে মতান্তর হয়ে থাকতে পারে, তার জন্যেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বাংলার জন্য সব রকম শুভেচ্ছা থাকল। ভবিষ্যতে যদি আমাকে দরকার হয়, পরিস্থিতি ঠিক ঠাক থাকে তা হলে সাহায্য করতেই পারি।”

এনওসি নিলেও, কোন রাজ‍্যের হয়ে খেলবেন ঋদ্ধি, তা নিয়ে কিছু এদিন বললেন না পাপালি। তিনি বলেন,” এখনও সিদ্ধান্ত হয়নি। যখন ১০০ শতাংশ হবে তখন সবাই সরকারি বা বেসরকারি ভাবে ঠিকই জানতে পারবেন। আগে থেকে সরকারি ভাবে কিছু বলতে পারব না। অনেক রাজ্যের সঙ্গেই কথা চলছে। দেখা যাক কী হয়।”

এরপাশাপাশি বাংলা ছাড়া নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি বলে জানান ঋদ্ধি। এই নিয়ে তিনি বলেন, “ফোনে কোনও দিনই সেভাবে আমাদের কথা হয়নি। আগে দু’একবার হয়েছে। তবে বাংলার বিষয়ে কোনও কথা হয়নি। ফোনে যখন সে ভাবে কথাই হয় না, তা হলে এটা নিয়ে আলাদা করে কথা বলতে যাবেন কেন?”

আরও পড়ুন:Rishabh Pant: ইংল‍্যান্ডের বিরুদ্ধে অনন্য নজির গড়লেন পন্থ, টপকে গেলেন ক‍্যাপ্টেন কুলকে

 

 

Related articles

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ,...

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...
Exit mobile version