Tuesday, November 4, 2025

শাসক দলের সব সিদ্ধান্তে সিলমোহর নয়, আমরা শুধু সংবিধানের কাছে দায়বদ্ধ: প্রধান বিচারপতি

Date:

Share post:

সরকার মনে করে তারা যা সিদ্ধান্ত নেবে আদালত তাতেই সীলমোহর দিতে বাধ্য থাকবে। তবে এমনটা মনে করার কোনো কারণ নেই। আদালত(Court) শুধুমাত্র সংবিধানের কাছে দায়বদ্ধ। শনিবার আমেরিকায়(America) এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদি সরকারকে(Modi govt) এমনটাই বার্তা দিলেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা(NV Raman। শুধু তাই নয়, দেশে ভয়াবহ বিদ্বেষ মূলক রাজনীতির প্রসঙ্গ তুলে এনে তোপ দেগে তিনি বলেন, ‘যে দেশের সরকার দেশবাসীর মধ্যে বিভাজনের চেষ্টা করবে তারা অনুন্নত হয়েই থেকে যাবে।’

এর পাশাপাশি দেশের সংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যে তাদের অধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না সে কথা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, “স্বাধীনতার ৭৫ বছর কেটে গেল। সাধারণতন্ত্রের ৭২ বছরে পা দিলাম। অথচ সংবিধান বিভিন্ন প্রতিষ্ঠানকে কী কী দায়িত্ব দিয়েছে, আমরা আজও উপলব্ধি করতে শিখিনি। এটা আমার কাছে অত্যন্ত অনুতাপের। ক্ষমতাসীন দল ভাবে আদালত তার প্রতিটি সিদ্ধান্ত মেনে নেবে। কিংবা বিরোধী দলগুলি আশা করে, একমাত্র তাদের উত্থাপিত ইস্যুতেই বিচার বিভাগ সহমত হবে। এরকম একটি ধারণা ক্রমেই বিভ্রান্তি তৈরি করছে। আমাদের কিন্তু সংবিধান, সংবিধানের ক্ষমতাকেই প্রতিষ্ঠা করতে হবে।” তাঁর কথায়, “গণতন্ত্রের অর্থ হল সকল দেশবাসীর অংশগ্রহণ। কিন্তু সেটা কি আদৌ হচ্ছে?”

এখানেই না থেমে দেশে লাগাতার বিভাজনের রাজনীতি প্রসঙ্গে সুপ্রিম বিচারপতি বলেন, “বিভাজনের রাজনীতি যে দেশ করে, তারা কোনওদিন উন্নতির পথে হাঁটতে পারে না। দেশবাসীর মধ্যে বিদ্বেষ বপন করলে শুধুই পিছিয়ে থাকতে হবে। জাতি-ধর্মনির্বিশেষে সকল দেশবাসীকে আপন করে নিতে হয়।” একই সঙ্গে মার্কিন সরকারের প্রশংসা করে তিনি বলেন, “দেখছেন না, আমেরিকা সকলকে কীভাবে কাছে টেনে নিয়েছে! কারণ, আমেরিকা কোনও বিভাজন বিদ্বেষের রাজনীতিকে প্রশ্রয় দেয়নি। যে দেশ সকলকে কাছে টেনে নিয়ে প্রত্যেকের সংস্কৃতি, প্রত্যেকের ভাষাকে সম্মান দেবে, সেই দেশের প্রগতি কেউ আটকাতে পারে না।” প্রসঙ্গত সম্প্রতি ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন রিপোর্ট। ভারত সরকার অবশ্য সেই রিপোর্টকে “ভারত সম্পর্কে পক্ষপাতদুষ্ট এবং ভ্রান্ত রিপোর্ট” বলে পাল্টা তোপ দেগেছে। এখানেও পরিস্থিতির মাঝেই আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বিভাজন, বিদ্বেষের রাজনীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা।


spot_img

Related articles

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...