আমৃত্যু ছিলেন আপসহীন: আজীবন বামপন্থী তরুণ মজুমদারের মৃত্যুতে শোকবার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

আজীবন ছিলেন বামপন্থী। শেষযাত্রাতেও তাঁর ব্যতিক্রম হল। লালপতাকায় ঢেকে বুকের উপর গীতাঞ্জলি নিয়ে চাঁদের বাড়ি পাড়ি দিলেন পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar)। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Budhadev Bhattacharya)। অসুস্থতার কারণে বাড়িতেই থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়ি থেকেই প্রয়াত পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেন তিনি।

শোকবার্তায় জানান,
তরুণ মজুমদারের প্রয়াণে শোকাহত ও মর্মাহত। যেমন তাঁর পরিচালিত চলচ্চিত্র মানুষের মনে থাকবে, তেমনই আমৃত্যু আপসহীন মানুষ হিসেবে তাঁকে সবাই মনে রাখবে।

চিরকাল বামপন্থী হিসেবে পরিচিত ছিলেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। তাঁর মৃত্যুতে শোকবার্তা দিয়েছে CPIM-ও। পার্টির তরফে শোকবার্তায় লেখা হয়েছে,
“প্রয়াত কিংবদন্তী চিত্র পরিচালক তরুণ মজুমদার। গভীর শোকের এই মুহূর্তে শ্রদ্ধা জানাই চলচ্চিত্র জগতে তাঁর অপরিসীম অবদান ও লড়াকু মানসিকতাকে।“

একাধিকবার বামফ্রন্টের নানা কর্মসূচিতে সক্রিয় অংশ নিতে দেখা গিয়েছে তরুণ মদুমদারকে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রচারে বামেদের প্রচার মঞ্চ, মিছিল-মিটিংয়ে দেখা গিয়েছিল বর্ষীয়ান এই পরিচালককে। সম্প্রতি DYFI-এর সর্বভারতীয় সম্মেলনের উদ্বোধনী মঞ্চেও বক্তব্য রাখান তিনি। শেষযাত্রাতেও তাই গায়ে ছিল লালপতাকা।

আরও পড়ুন- অসামান্য প্রতিভাবান মানুষ, স্বতন্ত্র ভাবনাচিন্তার পরিচালক : সাবিত্রী

 

Previous articleআজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleবিধানসভায় পিএসি চেয়ারম্যান হলেন কৃষ্ণ কল্যাণী