Tuesday, January 13, 2026

আকাশপথেও প্রতিবাদ: মোদির চপারের সামনে কালো বেলুন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Date:

Share post:

দেশের যে প্রান্তেই যাচ্ছেন মানুষের ক্ষোভ তাড়া করছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। সড়কপথে কালো পতাকার পাশাপাশি আকাশপথেও এবার মোদিকে দেখতে হল কালো বেলুন। সোমবার দুপুরে বিজয়ওয়াড়া বিমানবন্দরে(Vijaywara Airport) আসার পথে তাঁর চপারের কাছে উড়ল একঝাঁক কালো গ্যাস বেলুন। যদিও এই ঘটনায় দেশের প্রধানমন্ত্রীর(Prime Minister) নিরাপত্তা(Security) নিয়েও উঠেছে প্রশ্ন। কড়া নিরাপত্তার প্রোটোকল ভেঙে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

রবিবার তেলেঙ্গানায় বিজেপির কর্মসমিতির বৈঠকে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রীর সফরসূচীতে ছিল অন্ধ্রপ্রদেশেও। এদিন নিজস্ব কপ্টারে চেপে বিজয়ওয়াড়া বিমানবন্দর যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে প্রধানমন্ত্রীর চপার রওনা দেওয়ার সময় কয়েকজন কংগ্রেস কর্মী কালো গ্যাস বেলুন হাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। চপার ওড়ার পরই সেই গ্যাস বেলুন উড়িয়ে দেন তাঁরা। সেগুলি চপারের কাছাকাছি চলে আসে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। যদিও এই ঘটনায় পুলিশের তরফে ৩ কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, এসওপি বা স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী, প্রধানমন্ত্রীর চপার যেখানে নামে, সেখানে প্রধানমন্ত্রীর চপার আসার এক ঘণ্টা আগে থেকে রেইকি করা হয়। প্রধানমন্ত্রীর যাত্রাপথকে সম্পূর্ণভাবে ‘নো-ফ্লাই জোন’ করে দেওয়া হয়। বেলুন তো দূরের কথা ঘুড়ি ওড়ানো পর্যন্ত বন্ধ থাকে। অন্য কোনও উড়ান চলাচল, ড্রোন ওড়ানো সবকিছু বন্ধ থাকে। প্রধানমন্ত্রীর চপার ওঠা নামার সময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ বেলুন ওড়ানো, ছাতা ধরা। সেখানে কী করে কালো রঙের বেলুন প্রধানমন্ত্রীর চপারের সামনে চলে এল তা নিয়ে উঠছে প্রশ্ন।


spot_img

Related articles

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...