Sunday, May 4, 2025

উত্তরবঙ্গ ভাসছে, দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির আকাল- গত কয়েকদিন ধরে গরমের জেরে নাকাল দক্ষিণবঙ্গবাসী । এবার স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস (Weather department)। আগামী বৃহস্পতিবার থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গে ।

এই সপ্তাহেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আবহাওয়ার (Weather Forecast) আমূল-পরিবর্তন হতে চলেছে । ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপরে থাকা নিম্নচাপ অক্ষরেখার জন্যই আবহাওয়ায় এই পরিবর্তন আসতে চলেছে বলে মনে করছে হাওয়া অফিস। আজ বিকেলের পর অন্তত ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। পাশাপাশি বৃষ্টির দাপটও যথেষ্টই বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather department)। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে এই মুহূর্তে একটা নিম্নচাপ (Depression)রয়েছে। যার অবস্থান উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ড। অন্যদিকে, অক্ষরেখা চলে গেছে সিদ্ধি, ঝাড়সিগুড়া, তারপর পূর্ব-মধ্য বঙ্গোপসাগর। এই দুটো রাজ্যের দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম অংশে পড়ছে। কলকাতা ও শহরতলিতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। টানা বৃষ্টির পরিবর্তে দফা দফায় ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে। পরিস্থিতির বদল হবে ৭ জুলাইয়ের পর থেকে। তখন বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ৭, ৮, ৯, ১০ জুলাই এই চারদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

অফলাইনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা: সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চেও

গত কয়েকদিন ধরে কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া থাকছে । তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। বিশেষ করে দিনের বেলা, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চরম অস্বস্তিতে কাটাতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। আজ সকাল থেকে মেঘলা আকাশ, শহরের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। রাজ্যে বর্ষা আগেই প্রবেশ করেছে। তবে দক্ষিণবঙ্গের অবস্থা তেমন ছিল না। সেখানে বর্ষা ঢুকেছে আরও কিছুটা সময়ের পরে। দিন কয়েক উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলেছে যদিও তার ছিটেফোঁটাও দেখা যায় নি দক্ষিণবঙ্গে।



Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...

আইরিশ গাল্রফ্রেন্ডের সঙ্গে নতুন পথ চলা শুরু শিখর ধওয়ানের

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে...

রাষ্ট্রপতি শাসন! রাজ্যপালের সামশেরগঞ্জ-রিপোর্ট বিজেপি-কে খুশি করতে, তোপ তৃণমূলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির প্রায় একমাস পার। জনজীবন স্বাভাবিক করে স্থানীয় মানুষ নিত্যদিনের কাজ থেকে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করেছে।...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version