Wednesday, August 27, 2025

নূপুরকে গ্রেফতারের দাবি, বিজেপি-জঙ্গি যোগের পর্দাফাঁসে বিচার বিভাগীয় তদন্ত চায় তৃণমূল

Date:

“নুপুর শর্মা এখনও গ্রেফতার হল না কেন? এখনই গ্রেফতার করা হোক বিজেপির মুখপাত্রকে। নূপুরের উস্কানিমূলক মন্তব্যের পর উদয়পুর ও জম্মুর ঘটনার সঙ্গে সরাসরি যোগ রয়েছে বিজেপির। ঘটনায় জড়িত জঙ্গিদের সঙ্গে বিজেপি নেতাদের ঘনিষ্ঠতা ও ছবি প্রকাশ্যে এসেছে। আজ, মঙ্গলবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও মন্ত্রী শশী পাঁজা।” নূপুর শর্মা কাণ্ড ও তাকে কেন্দ্র করে উদয়পুরের পাশবিক ঘটনার পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন কুণাল ঘোষ-শশী পাঁজা।

কুণাল ঘোষ বলেন, “গভীর ষড়যন্ত্র করছে বিজেপি। আর্থিকভাবে দেশ যখন পিছিয়ে পড়েছে, মানুষের উপর চাপ বাড়ছে, তখন ধর্মীয় মেরুকরণ ও হিংসার রাজনীতি করে নজর ঘোড়ানোর চেষ্টা করছে বিজেপি। নুপুর শর্মার ঘটনা তার উদাহরণ। এরপর উদয়পুরের ঘটনা। তার জন্যই নারকীয় হত্যা হয়েছে। নুপূর শর্মা বিষ ঢাললেন। আর ভুগতে হচ্ছে দেশবাসীকে। দেশের জন্য যা ভয়ঙ্কর।”

কুণাল ঘোষের আরও সংযোজন, “নূপুর শর্মার উস্কানিমূলক বিবৃতির পর উদয়পুর কাণ্ডে ধৃত রিয়াজ আটারির সঙ্গে বিজেপির যোগ পাওয়া গিয়েছে। জম্মুতে এক জঙ্গিকে ধরা পড়েছে। জঙ্গি তালিব হোসেন একসময় ছিল বিজেপির আইটি সেলের প্রধান। রিয়াজ, তালিব হোসেনের মতো জঙ্গিদের ব্যবহার করে দেশে হিংসা ছড়াচ্ছে বিজেপি। নিজেরাই লোক মারছে, আর অন্যের নামে দোষারোপ করছে।”

এরপরই কুণাল ঘোষ ও শশী পাঁজা একযোগে নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি তোলেন। লস্করই তৈবার আঁতুরঘর কোথায়? তাঁদের কথায়, জঙ্গিদের সঙ্গে বিজেপির কী যোগ, আদালতের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণে স্বাধীন এবং বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

 

আরও পড়ুন- “মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে ক্ষমা চান মিঠুন চক্রবর্তী”, কেন এমন বললেন কুণাল?

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...
Exit mobile version