Tuesday, November 11, 2025

নূপুরকে গ্রেফতারের দাবি, বিজেপি-জঙ্গি যোগের পর্দাফাঁসে বিচার বিভাগীয় তদন্ত চায় তৃণমূল

Date:

“নুপুর শর্মা এখনও গ্রেফতার হল না কেন? এখনই গ্রেফতার করা হোক বিজেপির মুখপাত্রকে। নূপুরের উস্কানিমূলক মন্তব্যের পর উদয়পুর ও জম্মুর ঘটনার সঙ্গে সরাসরি যোগ রয়েছে বিজেপির। ঘটনায় জড়িত জঙ্গিদের সঙ্গে বিজেপি নেতাদের ঘনিষ্ঠতা ও ছবি প্রকাশ্যে এসেছে। আজ, মঙ্গলবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও মন্ত্রী শশী পাঁজা।” নূপুর শর্মা কাণ্ড ও তাকে কেন্দ্র করে উদয়পুরের পাশবিক ঘটনার পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন কুণাল ঘোষ-শশী পাঁজা।

কুণাল ঘোষ বলেন, “গভীর ষড়যন্ত্র করছে বিজেপি। আর্থিকভাবে দেশ যখন পিছিয়ে পড়েছে, মানুষের উপর চাপ বাড়ছে, তখন ধর্মীয় মেরুকরণ ও হিংসার রাজনীতি করে নজর ঘোড়ানোর চেষ্টা করছে বিজেপি। নুপুর শর্মার ঘটনা তার উদাহরণ। এরপর উদয়পুরের ঘটনা। তার জন্যই নারকীয় হত্যা হয়েছে। নুপূর শর্মা বিষ ঢাললেন। আর ভুগতে হচ্ছে দেশবাসীকে। দেশের জন্য যা ভয়ঙ্কর।”

কুণাল ঘোষের আরও সংযোজন, “নূপুর শর্মার উস্কানিমূলক বিবৃতির পর উদয়পুর কাণ্ডে ধৃত রিয়াজ আটারির সঙ্গে বিজেপির যোগ পাওয়া গিয়েছে। জম্মুতে এক জঙ্গিকে ধরা পড়েছে। জঙ্গি তালিব হোসেন একসময় ছিল বিজেপির আইটি সেলের প্রধান। রিয়াজ, তালিব হোসেনের মতো জঙ্গিদের ব্যবহার করে দেশে হিংসা ছড়াচ্ছে বিজেপি। নিজেরাই লোক মারছে, আর অন্যের নামে দোষারোপ করছে।”

এরপরই কুণাল ঘোষ ও শশী পাঁজা একযোগে নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি তোলেন। লস্করই তৈবার আঁতুরঘর কোথায়? তাঁদের কথায়, জঙ্গিদের সঙ্গে বিজেপির কী যোগ, আদালতের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণে স্বাধীন এবং বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

 

আরও পড়ুন- “মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে ক্ষমা চান মিঠুন চক্রবর্তী”, কেন এমন বললেন কুণাল?

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version