ক্ষত সারিয়ে উত্থান শেয়ার বাজারের, ৬১৬ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

🔹সেনসেক্স ৫৩,৭৫০.৯৭ (⬆️ ১.১৬%)

🔹নিফটি ১৫,৯৮৯.৮০ (⬆️ ১.১৩%)

ক্ষত সারিয়ে অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ারবাজার। বিগত কয়েকদিনে লাগাতার ধাক্কা খাওয়ার পর রক্তক্ষরণ সারিয়ে বুধবার ঘুরে দাঁড়ালো দেশের শেয়ারবাজার। এদিন ৬১৬ পয়েন্ট বাড়ল বাজার। পাশাপাশি নিফটি বেড়েছে ১৭৮ পয়েন্ট।

লাগাতার গত কয়েকদিন ধরে নিম্নমুখী হওয়ার পর বুধবার বাজার বন্ধের সময় দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৬১৬ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৬১৬.৬২ পয়েন্ট বা ১.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩,৭৫০.৯৭। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১৭৮.৯৫ পয়েন্ট বা ১.১৩ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৯৮৯.৮০।


Previous articleকেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা নকভির, উপরাষ্ট্রপতি প্রার্থী হওয়ার জল্পনা
Next articleমালয়েশিয়া মাস্টার্সের প্রথম রাউন্ডে জয় সিন্ধু, হার সাইনার