Saturday, May 3, 2025

মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, ভেসে গেল বহু বাড়ি-গাড়ি

Date:

ফের মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের ধরমশালাতে মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বান দেখা দিয়েছে। ধরমশালার ভাগসু নাগ এলাকায় এই হড়পা বানের জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যাপক জলের তোড়ে ভেঙে পড়েছে বহু বাড়ি। ভেসে গিয়েছে রাস্তার ধারে থাকা অনেক গাড়িও । যদিও এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায় নি।

জানা গিয়েছে, ধরমশালা থেকে ৫৮ কিলোমিটার দূরে কাংড়া জেলায় প্রবল মেঘভাঙা বৃষ্টির জেরে এই হড়পা বান দেখা যায়। ভাগসু নাগের মতো নামকরা পর্যটন কেন্দ্র নদীতে পরিণত হয়েছে। যার ফলে সেখানে আটকে পড়েছেন বহু পর্যটক। হঠাৎ মেঘভাঙা বৃষ্টির জেরে নদীগুলিতে জলের পরিমাণ দ্রুত বেড়ে গিয়েছে। প্রায় সবকটি নদীতেই প্রবল স্রোত বইছে। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী সমস্ত গ্রামে সতর্কতা জারি করা হয়েছে।

একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, একটি রাস্তা দিয়ে জলের স্রোত বইছে। সেই জলের তোড়ে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে একটি গাড়ি।মঙ্গলবার সকাল থেকেই হিমাচল প্রদেশের ধর্মশালায় বৃষ্টি চলছিল। সেই অবস্থায় মেঘ ভেঙে পড়ে। যার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট এবং সেই সঙ্গে রাস্তার দুপাশে যে ঘরবাড়ি বা হোটেলগুলি রয়েছে, সেগুলিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ঘর বাড়ি ও হোটেল ভেঙে পড়েছে। বেশ কিছু বাড়ি আপাতত জলের তলায় । এই জলোচ্ছ্বাসের ফলে সিমলার বেশ কিছু জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কিছু দিন হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

 

 

Related articles

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...
Exit mobile version