Wednesday, November 12, 2025

Aishwarya Rai Bachchan :  ‘নন্দিনী’-র বেশে প্রতিহিংসার সুন্দর মুখ ঐশ্বর্য্য রাই বচ্চন

Date:

অপেক্ষার অবসান, প্রকাশ্যে এলেন নন্দিনী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan )। আগামী ছবি ‘পোনিয়িন সেলভান-১’-এর (Ponniyin Selvan 1) প্রথম লুক প্রকাশ্যে আসতেই অভিষেক পত্নীর রূপের ঝলক ছড়িয়ে পড়ল নেট মাধ্যমে।

দীর্ঘদিন ধরে পিরিওডিক ড্রামা ‘পোনিয়িন সেলভান-১’-এর (Ponniyin Selvan 1) অপেক্ষায় ছিলেন দর্শক। গত ৩ জুলাই  ‘লাইকা প্রোডাকশন’-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয় টিজার। সদ্য মুক্তি পেয়েছিল এই ছবির পোস্টার। আর এবার ‘নন্দিনী’-র বেশে ঐশ্বর্য্য রাই বচ্চনের লুক প্রকাশ করা হয়েছে নেটমাধ্যমে। সঞ্জয় লীলা বনসালির ছবি ‘হাম দিল দে চুকে সনম’ – এ (Hum Dil De Chuke Sanam ) প্রথম নন্দিনী হয়ে উঠেছিলেন বিশ্বসুন্দরী। এরপর কেটে গেছে বহু বছর, নানা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন ঐশ্বর্য্য রাই বচ্চন । এবার অভিনেত্রীর প্রিয় পরিচালক মণিরত্নমের (Maniratnam) পিরিওডিক ড্রামাতে এক অন্য ভূমিকায় আসতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে ট্যুইট করে প্রকাশ করা হয়েছে ঐশ্বর্য্য রাই বচ্চনের লুক। ক্যাপশানে লেখা হয়েছে, “প্রতিহিংসারও একটা সুন্দর মুখ থাকে। দেখা হোক নন্দিনীর সঙ্গে, পাজুভোর-এর রানি।”

প্রসঙ্গত, ‘পোনিয়িন সেলভান-১’ ছবিতে দ্বিতীয়বার একসঙ্গে দেখা যাবে ঐশ্বর্যা রাই বচ্চন ও দক্ষিণী অভিনেতা বিক্রমকে, প্রথম কাজ ‘রাবণ’ ছবিতে। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে ‘পোনিয়িন সেলভান-১’ ।ছবিটির শ্যুটিং শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। কিন্তু করোনা মহামারীর কারণে ২০২০ সালে শ্যুটিং বন্ধ হয়ে যায়। মণি রত্নমের সঙ্গে ঐশ্বর্যার এটি চতুর্থ ছবি। পরিচালক তাঁর পছন্দের অভিনেত্রীকে বরাবরই এক্সপেরিমেন্টাল লুকে দর্শকের সামনে আনতে পছন্দ করেন। এবার প্রতিহিংসার সুন্দর মুখ হয়ে ঐশ্বর্য রাই বচ্চন কতটা দর্শকের প্রিয় নন্দিনী হয়ে উঠতে পারেন সেটাই দেখার।


Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version