Sunday, May 4, 2025

কেন্দ্রীয় বঞ্চনার জবাব: ১০০ দিনের কাজের বিকল্প ব্যবস্থা, মজুরির ৮৮ কোটি দিল রাজ্য

Date:

Share post:

গত বছরের ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের কাজের মজুরি বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার(Central Govt)। যার জেরে বকেয়া রয়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকা। তবে কেন্দ্রের এহেন বঞ্চনার যোগ্য জবাব দিল রাজ্যসরকার(State Govt)। মাত্র ২২ দিনে ১০ লক্ষেরও বেশি জবকার্ড হোল্ডারকে(Job Card Holder) বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে ৮৮ কোটি টাকারও বেশি মজুরি মেটালো মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো রাজ্যের মোট ২৬ টি দফতরের তরফে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

রাজ্য সরকারের তরফে বারবার ১০০ দিনের কাজে বকেয়া টাকা মেটানোর আর্জি জানানো হলেও বাংলার প্রতি বৈষম্যের জায়গা থেকে বিন্দুমাত্র সরেনি কেন্দ্রের মোদি সরকার। এহেন পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা হয় ১০০ দিনের কাজের জবকার্ড হোল্ডারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এরপরই বিভিন্ন দফতর নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ দেওয়া শুরু করে জবকার্ড হোল্ডারদের। পঞ্চায়েত দফতরের তরফে জানা গিয়েছে, কৃষি, কৃষি বিপণন, প্রাণী সম্পদ বিকাশ, অর্থ, মৎস্য, খাদ্য প্রক্রিয়াকরণ, বন, পূর্ত, পরিবহণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, উচ্চশিক্ষা, আবাসন এবং জনস্বাস্থ্য কারিগরির মতো মোট ২৬টি দফতর বিকল্প কর্মসংস্থানের দায়িত্ব নেয়।

আরও পড়ুন:নজরে মুসলিম ভোট, সংখ্যালঘু মন পেতে এবার ‘স্নেহ যাত্রা’ করবে বিজেপির

সরকারি রিপোর্ট বলছে, বিকল্প কর্মসংস্থান অভিযানে সবচেয়ে বেশি মানুষকে কর্মসংস্থান দিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। মাত্র ২২দিনে তারা ১০, ৭৪০টি স্কিমে কাজ দিয়েছে ৮ লক্ষ ৮৪ হাজার ৯৫৮ জনকে। মজুরি বাবদ দেওয়া হয়েছে ৬৫ কোটি ২২ লক্ষ ৮৪ হাজার ৪৭ টাকা। মজুরি দেওয়ার নিরিখে এরপরই রয়েছে পূর্তদপ্তর। তারা দিয়েছে ১১ কোটি ১৬ লক্ষ ৭১ হাজার ৫৪৮ টাকার মজুরি। তবে ৬০,২৭৯ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে স্কুল শিক্ষা দপ্তর। রিপোর্ট অনুযায়ী, জবকার্ড হোল্ডারদের কর্মসংস্থানের নিরিখে সবথেকে এগিয়ে পূর্ব বর্ধমান জেলা। এই জেলায় কাজ পেয়েছেন ১ লক্ষ ২৫ হাজার ৯০১ জন। এরপরেই রয়েছে জলপাইগুড়ি জেলা, এখানে কাজ পেয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৬১৮। বিকল্প কর্মসংস্থানের এই অভিনব উদ্যোগে মাত্র ২২ দিনের কাজে সবচেয়ে বেশি মজুরি দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায়। এখানে দেওয়া হয়েছে, ১৪ কোটি ৭৫ লক্ষ ৮৮ হাজার ৫৮ টাকা। এপ্রসঙ্গে পঞ্চায়েতমন্ত্রী পুলক রায় জানান, কেন্দ্রের বঞ্চনা ও বৈষম্যের জবাব এভাবে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমেই দেওয়া হবে। রাজ্যের জবকার্ড হোল্ডারদের জন্য বিকল্প কর্মসংস্থানের এই অভিযান চলবে আরও বেশি করে।


spot_img
spot_img

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...