Sunday, November 16, 2025

আপাতত অর্জুনের নিরাপত্তার দায়িত্বে রাজ্য, নির্দেশ হাইকোর্টের

Date:

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তুলে নেয় কেন্দ্র। এতদিন জেড ক্যাটিগোরি নিরাপত্তা পেতেন অর্জুন। সেই নিরাপত্তা আর নেই। যা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ। নিজের নিরাপত্তা নিয়েও কেন্দ্রকে একহাত নিয়েছেন তিনি।

এবার অর্জুন সিংয়ের নিরাপত্তা সংক্রান্ত মামলায় কেন্দ্র ও রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ২০ জুলাই মামলার পরবর্তী শুনানি। আপাতত ব্যারাকপুরের সাংসদকে নিরাপত্তা দিতে হবে রাজ্যকে, নির্দেশ হাইকোর্টের।

নিরাপত্তা নিয়ে হাইকোর্টে অর্জুনের মামলার শুনানিতে আদালতে কেন্দ্রের তরফে বলা হয়, পরিস্থিতির পর্যালোচনা করে নিরাপত্তার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্জুন সিং সেই কারণে জেড ক্যাটাগরি নিরাপত্তা পেয়েছিলেন। তিনি হুমকির শিকার হচ্ছিলেন। তাঁর বাড়িতেও বোমাবাজিও হয়েছিল। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই নমিত সিং এখন জেলে। তাই এখন তাঁর নিরাপত্তার প্রয়োজন নেই বলেই মনে করছে কেন্দ্র। অন্যদিকে, অর্জুনের আইনজীবীর দাবি তাঁর মক্কেল নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখনও হুমকি আসছে।

এদিকে রাজ্যের তরফে আদালতে প্রশ্ন তোলা হয়, বিজেপির ৭০ জন বিধায়ক, সাংসদ এবং নেতা কেন্দ্রীয় নিরাপত্তা পেলে অর্জুন সিং কেন পাবেন না? সবপক্ষের বক্তব্য শুনে আপাতত রাজ্যকে অর্জুন সিংকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

 

 

 

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version